জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল হৃদরোগে আক্রান্ত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল হৃদরোগে আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত ৫ এপ্রিল রাতে হঠাৎ করেই বুকে ব্যাথা অনুভব করে সাথে সাথে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিজে গিয়ে ডিউটিরত চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রাথমিক চিকিৎসা বাসায় চলে যান। কিন্তু তার শারীরিক অবস্থার অপরিবর্তিত থাকায় তাকে পুনরায় সকালে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
এদিকে মাহফুজুর রহমান টুটুলের অসুস্থতার কথা শুনে সাথে সাথে তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. মজিবুর রহমান ভূঁইয়াসহ জেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত-শত নেতাকর্মী।
অপরদিকে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলের আশু সুস্থতা কামনা করে তার পরিবারের পক্ষ থেকে শহর যুবলীগের সদস্য কামরুল আহসান টিটু ভূঁইয়া সবার কাছে দোয়া কামনা করেন।

০৭ এপ্রিল, ২০২১।