থিয়েটার ফোরামের উদ্যোগে ‘থিয়েটার আড্ডা’ সম্পন্ন

চাঁদপুরে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে

স্টাফ রিপোর্টার
বিশ্ব নাট্য দিবস ২০২১ উপলক্ষে থিয়েটার আড্ডা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে রোববার (২৮ মার্চ) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত থিয়েটার আড্ডার সহযোগিতায় ছিলো বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর।
বক্তারা বলেন, করোনার দ্বিতীয় ধাপের পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস ছিলো। দেশের বিভিন্ন জেলাতে তা পালন করা হয়েছে। আমরা ছোট পরিসরে হলেও দিবসটি পালন করার লক্ষে চাঁদপুরের ৭টি নাট্যদলের সমন্বয়ে গঠিত থিয়েটার ফোরাম একত্রিত হয়েছি। আমরা ঈদের পর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নাট্যোৎসব করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন চাঁদপুর ভেন্যুতে করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে সম্মেলন নিয়ে ইতোমধ্যে আমরা প্রস্তুতি নিতে যাচ্ছি। চাঁদপুরের ৫টি সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সদস্য সংগঠন।
চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি শহীদ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুকদেব রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকার, প্রবীন নাট্য সংগঠক আক্রাম খান, অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মণ্ডল, বর্ণমালা থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান, স্বরলিপি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি এমআর ইসলাম বাবু, মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডাক্তার, চাঁদপুর ড্রামার সদস্য নজরুল ইসলাম রনি ও একে আজাদ, অনুপম নাট্যগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক কার্তিক সরকার, অনন্যা নাট্যগোষ্ঠীর জসীম মেহেদী, মুহাম্মদ আলমগীর ও ফাতেমা জেরিন, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা মাসুদ দেওয়ান প্রমুখ।
২৯ মার্চ, ২০২১।