পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে আপনাদের আকুণ্ঠ সমর্থন প্রয়োজন

..........মেয়র মাহফুজুল হক

ফরিদগঞ্জ ব্যুরো
শনিবার (১৪ নভেম্বর) বিকালে পৌরসভার ২নং ওয়ার্ডের কেরোয়া আদর্শ বালিকা বিদ্যালয়ে নাগরিক সংবর্ধনা ও মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক বলেছেন, ফরিদগঞ্জ উপজেলায় নৌকা প্রতীক নিয়ে প্রথম মেয়র হয়ে পৌরবাসীর উন্নয়নে কাজ করেছি। কখনো নিজের জন্য করিনি, সর্বদা এলাকার উন্নয়নে কাজ করেছি। তাই আসন্ন নির্বাচনে আগে আপনারাই আমার ভরসা। আশা করছি সেই ভরসাস্থল থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আগামি পৌর নির্বাচনে আবারো নৌকার মনোনয়ন পেতে পারি। আপনাদের আকুণ্ঠ সমর্থন আমার প্রয়োজন। আমার বিশ^াস উন্নয়নের স্বার্থে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারো আমাকে নৌকার মনোনয়ন দিয়ে উন্নয়নের বাকি অংশটুকু শেষ করার সুযোগ দিবেন। কারণ ইতোমধ্যেই পৌরসভার স্থানভেদে ৭০ ভাগেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজগুলোর জন্য প্রকল্প জমা দেয়া হয়েছে। আশা করছি নতুন বছরের শুরু থেকে সেই কাজ শুরু হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ নেতা মোবারক পাটওয়ারী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমি পাটওয়ারী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ ভূঁইয়া, কলেজ ছাত্রলীগের সভাপত রাশেদ হোসেন, আওয়ামী লীগ নেতা আ. রাজ্জাক, ইসমাইল খান, কাজী আরিফুল ইসলাম, সিদ্দিকুর রহমান জিয়া প্রমুখ।
১৫ নভেম্বর, ২০২০।