প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাগানবাড়ি ইউনিয়নে মিলাদ ও দোয়া

মতলব উত্তর ব্যুরো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপির ছেলে ও আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, জাতির উন্নয়ন হয়। কিন্তু বিএনপি বা অন্য দল ক্ষমতায় এলে দেশে জঙ্গিবাদ কায়েম হয়। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশ ও জাতির উন্নয়নকে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগের নৌকা প্রতিককে বিজয়ী করুন।
তিনি আরো বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা একান্ত প্রয়োজন। রাস্তা, কালভার্ট, স্বাস্থ্যখাত, শিক্ষাসহ সব উন্নয়ন হয়েছে শেখ হাসিনার সরকারের সময়ে। মতলব উত্তর মতলব দক্ষিণ উপজেলার উন্নয়নের জন্য মায়া চৌধুরীকে আবারো নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামি ৩০ ডিসেম্বর নারী-পুরুষ সমন্বিতভাবে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
গত বুধবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ধনাগোদা তালতলী হাই স্কুল এ- কলেজ গভর্নিং বডির সভাপতি আকাশ কুমার ভৌমিকের সার্বিক ব্যবস্থাপনায় ধনাগোদা তালতলী হাই স্কুল এ- কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুুক্তিযোদ্ধা মো. নান্নু মিয়ার সভাপতিত্বে দোয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, উপজেলা চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি আলহাজ সামছুল হক চৌধুরী বাবুল, বাগানবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম জমাদার, আ.লীগ নেতা বোরহান উদ্দিন মিয়া, কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, সহ-সভাপতি কামাল হোসেন জমাদার, যুবলীগ নেতা হাসান মোর্শেদ চৌধুরী আহার, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, জেলা পরিষদ সদস্য মিনহাজ উদ্দিন খান, যুবলীগ নেতা রুবেল মিয়া বাবু, হারুন অর রশিদ, জিএম মামুন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।