স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার নির্বাচনে নৌকার পক্ষে ফরিদগঞ্জ প্রাক্তন ছাত্রলীগ ফোরামের গণসংযোগ ও ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের কালিবাড়ি আওয়ামী লীগের অফিসের সামনে থেকে শুরু করে হকার্স মার্কেট, সাউথ প্লাজা, হাকিম প্লাজাসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করা হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ফরিদগঞ্জ প্রাক্তন ছাত্রলীগ ফোরামের সভাপতি এসএম মুনীর হোসেন মুনীর, সাধারণ সম্পাদক বেনজির আহমেদ সুমন, সাবেক ছাত্রলীগের নেতা ও ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, সাবেক ছাত্রলীগের নেতা ও উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম আজাদ, ফোরামের সহ-সভাপতি ফারুখ আহমেদ, মোজাম্মেল হক আজম, ফয়সাল আহমেদ মুন্না, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনিসুজ্জামান বকাউল, অ্যাপায়ন সম্পাদক সাহাবুদ্দিন, পাঠাগার সম্পাদক শুভ ভূঁঞা, নির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, হেলাল উদ্দিন রাড়ি, মাসুদ পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা বুলবুল আহমেদ, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন মনির, গল্লাক কলেজ ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন প্রমুখ।
৪ অক্টোবর, ২০২০।