ফরিদগঞ্জে অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ

আবু তালেব সরদার
ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চৌরাঙ্গা গ্রামে অবৈধভাবে সরকারি রাস্তার ৫ ফিট গোলাকার ১টি রেন্ডি কড়ই গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার সকালে সরজমিনে গিয়ে জানা গেছে, ওই গ্রামের রানার বাড়ির দক্ষিণ পাশে সরকারি রাস্তার পাশের গাছ মো. ফারুক খান ও তার ভাই আদু খান একটি রেন্ডি কাজ কেটে ফেলেছে।
গাছ কাটার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ উপজেলার ফরেস্ট অফিসের মাঠ পর্যায়ের কর্মচারী মো. মাসুদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংবাদকর্মীদের এই ঘটনার সত্যতার কথা জানান। তিনি আরো বলেন, আমি ঘটনাস্থলে এসে দুর্বৃত্তদের জিজ্ঞাসা করলে তারা তাদের জায়গার গাছ কেটেছে বলে।
এ ব্যাপারে ফারুক খাঁ ও আদু খাঁ’র সাথে কথা বললে তারা জানান আমরা আমাদের জায়গার গাছ অন্য একজনের কাছে বিক্রি করেছি। আমাদের কথা মতই ওই বেপারী গাছ কেটে নিয়েছে। নিজেদের লাগানো গাছ নিজেরা বিক্রি করেছি এ ব্যাপারে কাউকে তোয়াক্কা করার সময় নেই। প্রয়োজনে যারা এ ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
এ ব্যাপারে সুবিদপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান মহসিন মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

০৭ আগস্ট, ২০২২।