ফরিদগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জ থানা পুলিশ এবার রায়হান বেপারি (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কামতা গ্রামের বেপারি বাড়ি থেকে ঐ কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়। হাত খরচের জন্য টাকা না পেয়ে অভিমানে ঐ কিশোর আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানায়।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা গ্রামের বেপারী বাড়ির কৃষক আবু তাহের বেপারীর ছেলে রায়হান বেপারী বসত ঘরের আড়ার সাথে সবার অলক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে আসে। পরে তারা থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঐ কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হাত খরচের জন্য পিতা-মাতার কাছে কিছু টাকা দাবী করেছিল ঐ কিশোর। আর টাকা না পেয়ে অভিমানে সে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানায়। আর এ নিয়ে গত ৫ দিনে তিন নারী, এক পুরুষ ও ঐ কিশোরসহ ৫টি মরদেহ উদ্ধার করলো পুলিশ।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদ হোসেন জানান, সংবাদ পেয়ে রোববার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
২০ সেপ্টেম্বর, ২০২১।