ফরিদগঞ্জে গৃহবধূকে ধর্ষণের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি, আটক ২

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে সে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগ করে থানায় মামলার পর সে ঘটনায় সহযোগিতা করার অপরাধে পুলিশ দুই যুবককে আটক করেছে। তবে এ ঘটনায় প্রধান অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঐ গৃহবধূর ডাক্তারী পরীক্ষা ও ম্যাজিস্ট্রেটের কাছে ২২ ধারায় জবানবন্দী গ্রহণের কাজ সম্পন্ন করেছে।
এর আগে ঘটনার প্রায় এক মাস পর গত ১৬ সেপ্টেম্বর রাতে ধর্ষণের শিকার ঐ গৃহবধূ বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
ধর্ষণের শিকার গৃহবধূ জানান, তিনি শাশুড়ি ও দুই সন্তানদের নিয়ে বাড়িতে বসবাস করে আসছেন। একই বাড়ির আমিনাজের ছেলে মাসুম হোসেন, আনোয়ার উল্যাহর ছেলে ইয়াছিন হোসেন ও আ. হান্নানের ছেলে রাজা দীর্ঘদিন থেকে তাকে বিভিন্নভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছে। গত ২০ আগস্ট রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘরের বাইরে বের হলে মাসুম হোসেন তাকে ঝাপটে ধরে মাটিতে ফেলে ধর্ষণ করে। এসময় ইয়াছিন হোসেন মোবাইল দিয়ে ঘটনা ভিডিও ধারণ করে এবং রাজা তাদের পাহারা দেয়। পরক্ষণে এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় এবং তার সন্তানদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তাই নিরুপায় হয়ে আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে মামলা করতে বাধ্য হন। মামলার পরপরই পুলিশ অভিযুক্ত আসামি ইয়াছিন হোসেন ও রাজাকে আটক করে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব জানান, ঘটনার শিকার গৃহবধূ বাদী হয়ে মামলা করেছে, সহযোগী ২ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। মূল আসামিকে আটকের চেষ্টা চলছে।
২৩ সেপ্টেম্বর, ২০২০।