ফরিদগঞ্জে নৌকার মাঝি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী

 

নবী নোমান
বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফরিদগঞ্জ পৌর নির্বাচনে নৌকার মাঝি হলেন মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। অবশেষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের দুর্দিনের পরীক্ষিত নেতা মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে পৌর মেয়রের জন্য মনোনীত করলেন। এ নিয়ে ফরিদগঞ্জ পৌর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। এ খবর শুনে অনেকে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণও করেছে।
বুধবার (১৩ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌরসভা নির্বাচনে দলের প্রার্থী মনোনীত করতে নমিনেশন বোর্ডের সভায় বসেন। সেখানে চুলচেড়া বিশ্লেষণ শেষে ২০ জন দলীয় প্রার্থীর মধ্যে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে চূড়ান্ত মনোনয়ন অর্থাৎ নৌকা প্রতীক প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়।
আবুল খায়ের পাটওয়ারীর দলীয় মনোনয়ন পাওয়ার খবর ফরিদগঞ্জে পৌঁছার পর-পরই পৌর এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ আনন্দে উল্লসিত হয়ে যায়। তারা পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আনন্দ মিছিল বের করে।
পরে বাজার মোড়ে এক পথসভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আবুল খায়ের পাটওয়ারীকে নৌকা প্রতীক দেয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জননেত্রী শেখ হাসিনার এই সিদ্ধান্ত দলকে আরো সমৃদ্ধির পথে ধাবিত করল। পৌর ও উপজেলা আওয়ামী লীগ নেত্রীর প্রতি সম্মানস্বরূপ নৌকা প্রতীকের বিপুল ভোটের বিজয় উপহার দিতে তারা অঙ্গীকারবদ্ধ হয়।
সভায় পৌর ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
১৪ জানুয়ারি, ২০২১।