ক্রীড়াশৈলী ও প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে জীবনকে বিকশিত করে তুলতে হবে…… মুহম্মদ শফিকুর রহমান এমপি
নবী নোমান
মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল খেলার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান বলেন, জাতির পিতা ফুটবল ভালোবাসতেন এবং খেলতেন। তার পুরো পরিবারই খেলাধুলার প্রতি সর্বদা আগ্রহ ছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিজে একজন ক্রীড়াপ্রেমী। যখনই বাংলাদেশের কোন খেলা থাকে তিনি আগ্রহ ভরে তা দেখেন এবং উৎসাহ প্রদান করেন। কারণ খেলাধুলা আমাদের বিশ্ব দরবারে যেমন পরিচয় করে দিতে পারে আবার যুব সমাজকে অবক্ষয় থেকে দূরে রাখতে পারে। এছাড়া খেলাধুলা আমাদের সুস্থ সাংস্কৃতিক মনোনের বিকাশ ঘটায়।
তিনি আরো বলেন, খেলাধুলার পাশাপাশি পড়ালেখার প্রতি মনোযোগী হতে হবে। দেশপ্রেমের পাশাপাশি নিজের শিক্ষা ও মেধাকে কাজে লাগিয়ে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। তোমরা আগামির বাংলাদেশের কান্ডারী, তাই তোমাদের পড়ালেখা করে শিক্ষিত হতে হবে। তিনি বলেন, বিশ্বের দরবারে তোমাদের পরিচয়কে সমৃদ্ধ করতে ক্রীড়াশৈলী ও প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে জীবনকে বিকশিত করে তুলতে হবে।
ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে উত্তর কৃষ্ণপুর সপ্রাবি ১-০ গোলে ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে শাছিয়াখালী সপ্রাবি ট্রাইবেকারে ৩-২ গোলে পূর্ব হাঁসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ পর্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস কবিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এছাড়া বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হেসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান। আলোচনা শেষে খেলায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহিন, যুগ্ম-আহ্বায়ক হেলাল আহমেদ, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, মাহমুদুল হাসান মিরাজ, আওয়ামী লীগ নেতা জি এম হাসান তাবাচ্চুম, বাহার উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজ প্রমুখ।
২৭ জুলাই, ২০২২।