ফরিদগঞ্জে মেয়র প্রার্থী হাফেজ মো. দেলোয়ার হোসেনের গণসংযোগ

স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, চরমোনাই পীর মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা হাফেজ মো. দেলোয়ার হোসেন হাতপাখা মার্কা প্রতীক নিয়ে প্রচার প্রচারণা ও গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের মাঝে তার নিজ প্রতীক হাতপাখা মার্কা সম্বলিত হ্যান্ডবিল বিতরণ ও কুশল বিনিময় করেন এবং তিনি পৌরবাসীর কাছে তার পক্ষে ভোট চান।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা রেদোয়ানুল কারীম, ইঞ্জিনিয়ার খালিদ সাইফুল্লাহ, আমজাদ হোসেন মিয়াজি, ক্বারী মো. আলমগীর হোসাইন, হাফেজ নাইম, হোসাইন মিয়াজি প্রমুখ।
০৫ ফেব্রুয়ারি, ২০২১।