বাংলাদেশি কোম্পানি রিভ সিস্টেমসের ‘নাম্বার পোর্টাবিলিটি’ প্রদর্শিত

ভোরের চোখ,২৭ ফেব্রুয়ারী ২০১৬ঃ”নাম্বার পোর্টাবিলিটি’ বা মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তনের সহায়ক প্রযুক্তি নিয়ে এসেছে বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। আন্তর্জাতিক টেলিযোগাযোগ খাতের সবচেয়ে বড় প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের (এমডব্লিউসি) ২০১৬ আসরে প্রদর্শিত এ নাম্বার পোর্টাবিলিটি সহায়ক ইতিমধ্যে ব্যবহার শুরু হয়েছে ব্রাজিলে। গত ২২ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া চার দিনের এ প্রযুক্তিমেলায় বাংলাদেশের রিভ সিস্টেমসের নিজস্ব প্যাভিলিয়ন পরিদর্শন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বাংলাদেশ টেলিযোগাযোগ কম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের তথ্য প্রযুক্তি ব্যবস্থাপক মোহাম্মদ আরফে এলাহীসহ আন্তর্জাতিক প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বিভিন্ন পণ্য ও সেবা পর্যবেক্ষণ শেষে অতিথিরা প্রযুক্তি শিল্পের বিকাশে রিভের ভূমিকা নিয়ে মত বিনিময় করেন রিভ সিস্টেমসের প্রতিষ্ঠাতা ও গ্রুপ সিইও এম রেজাউল হাসানের সঙ্গে। এ সময় তাঁর সঙ্গে আরো উপস্থিত ছিলেন রিভের হেড অব গ্লোবাল সেলস রায়হান হোসেন। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নাম্বার পোর্টাবিলিটির সহায়কের পাশাপাশি এমডব্লিউসি-তে রিভ সিস্টেমস প্রদর্শিত অন্যান্য পণ্য ও সেবার মাঝে উল্লেখযোগ্য ‘আইটেল মোবাইল ডায়লার’ ও ‘আইটেল সুইচ’। আইপি কমিউনিকেশনের অন্যতম জনপ্রিয় মাধ্যম আইটেল মোবাইল ডায়ালারে রয়েছে অডিও কলের পাশাপাশি এসএমএস, গ্রুপ চ্যাট, ফাইল শেয়ারিং ও ভিডিও কলসহ মোবাইল টপআপের সুবিধা। অন্যদিকে, ক্যারিয়ার গ্রেড আইটেল সুইচে রয়েছে উন্নত রাউটিং ফ্যাসিলিটি, ইনস্ট্যান্ট হোলসেল ও পিনলেস কলিং কার্ডসহ অ্যাডভান্সড সিকিউরিটি সুবিধা। এমডব্লিউসি-তে অংশগ্রহণ প্রসঙ্গে রিভ সিস্টেমসের গ্রুপ সিইও এম রেজাউল হাসান জানান, টেলিযোগাযোগ খাতের নেতৃস্থানীয়দের অংশগ্রহণে এ সম্মেলন শুধু আঞ্চলিক নয়, গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সেক্টরেও। ১৯৮৭ সালে শুরু হওয়া বিশ্বের মোবাইল অপারেটরদের সংগঠন ‘জিএসএমএ’ আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের এবারের আসরে টানা অষ্টমবারের মতো অংশ নিল রিভ সিস্টেমস। ৭৮টি দেশের ২৬০০’র বেশি টেলিকম সার্ভিস প্রোভাইডারকে সেবা দেওয়া বাংলাদেশি এ বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় সিঙ্গাপুরে এবং গবেষণা ও উনয়ন কেন্দ্র বাংলাদেশ ও ভারতে। এ ছাড়া রিভ-এর উপস্থিতি রয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, হংকং, যুক্তরাজ্য, লেবানন এবং কেনিয়ায়।