
জাহাঙ্গীর আলম ইমরুল
বাবার লাশ দেখেতে এসে স্বামীসহ লাশ হলেন মেয়ে পারভীন আক্তার (২৪) নামের এক নারী। গতকাল মঙ্গলবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এ দম্পতি। ঘটনাটি ঘটে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোরবানপুরে। এই দম্পতিকে নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি বাঙ্গরা বাজার থানাধীন কোরবানপুর গ্রামে রাস্তার মোড় অতিক্রম করার সময় এর চাকা বিকল হয়। এতে করে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের খালের পানিতে পড়ে যায়। এতে গ্রড়িটির চালকসহ এই দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের আবু বক্করের মেয়ে পারভীন আক্তার (২৪) স্বামী সাদ্দাম হোসেনের (২৭) সাথে চট্টগ্রামে বসবাস করতেন। গতকাল মঙ্গলবার সকালে বাবার মৃত্যুর সংবাদে স্বামীকে সাথে নিয়ে একটি ভাড়া করা প্রাইভেটকারে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করেন। দীর্ঘপথ পাড়ি দিয়ে বাড়ির অনেকটা কাছাকাছি এসেই এ দুর্ঘটনার শিকার হন তারা। পারভীন আক্তারের স্বামী সাদ্দাম হোসেন একই উপজেলার জুলাইপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
নিহত চালক নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার লেদু কোম্পানির হাট এলাকার মধ্য সোনাদিয়া গ্রামের আবুল বাশার এর ছেলে আব্দুর রহমান।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, নিহত পারভীন আক্তারের বাবার মৃত্যুর সংবাদে তারা নবীনগর উপজেলার শিবপুর যাচ্ছিলেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।