সাংবাদিক ডিকে সোলায়মানের বাবা
মো. নূরে আলম খান
দৈনিক ইলশেপাড়ের স্টাফ রিপোর্টার ডি কে সোলায়মানের বাবা, মুন্সীরহাট বাজারের পল্লী চিকিৎসক মো. মালু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজিউন)। শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হাসাদী গ্রামের বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ১০৭ বছর। মালু মিয়া মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মরহুমের জানাযা রোববার (৯ আগস্ট) বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের নাতি হাফেজ ইমরান হোসেন। জানাযা শেষে মরহুম মো. মালু মিয়াকে খেরুদিয়া গণকবরস্থানে দাফন করা হয়।
জানাজার আগে মরহুমের কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম ফিরোজ পাটোয়ারী, খেরুদিয়া আল জামিয়াতুল কোরআনিয়া আল ফারুকিয়া মাদ্রাসা ও এতিমখানার মহাতামিম আলহাজ মাও. হোসাইন আহমেদ, আনোয়ারুল্লাহ প্রধানীয়া, আবুল হাশেম, কালা মিয়া ও মরহুমের একমাত্র ছেলে সাংবাদিক ডিকে সোলায়মান।
জানাযায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হাজরা, ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন বকাউল, মো. আব্দুল খালেক, মো. কাকন খান, জয়নাল বকাউল, মোফাজ্জল হোসেন জমাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, পল্লী চিকিৎসক মো. মালু মিয়া মুন্সীরহাট বাজারে ডিকে ফার্মেসীতে সুনামের সাথে দীর্ঘ ৬০ বছর ঐ এলাকার লোকজনদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তার সেই সুনাম ধরে রাখতে বাবার আসনে দায়িত্ব নেন তার সুযোগ্য ছেলে দৈনিক ইলশেপাড়ের স্টাফ রিপোর্টার ডি কে সোলায়মান। তিনি বাবার সুনাম অক্ষুণ্ন রাখতে সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন।
১০ আগস্ট, ২০২০।