বড়কুল পূর্ব ইউনিয়নে স্যানেটারি ন্যাপকিন ও সাইকেল বিতরণ

মা-বাবা সচেতন হলেই বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব
…….মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান

মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘আজকের সুস্থ কিশোরী ও নিরাপদ মাতৃত্বই আগামি দিনের টেকসই উন্নত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের অর্থায়নে ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে ছাত্রীদের মাঝে জনপ্রতি ১টি করে মোট ৯৭৫টি স্যানেটারি ন্যাপকিন ও ৩৮টি বাইসাইকেল বিতরণ করা হয়।
বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রি) মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
স্যানেটারি ন্যাপকিন ও বাইসাইকেল ব্যবহারের মাধ্যমে ছাত্রীদের মাঝে আত্মবিশ্বাস বাড়বে উল্লেখ করে তিনি বলেন, এই সাহসী উদ্যোগের কারণে ছাত্রীদের মাঝে জড়তা, ভীতি ও লজ্জা দূর হবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়বে। এতে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। তোমাদের আগামি দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের কান্ডারি হতে হবে। স্বপ্ন দেখতে হবে এবং সে লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, এ বিষয়ে লজ্জার কোন কারণ নেই। সময় ও সুযোগ এসেছে, তোমারদের এগিয়ে যেতে হবে। স্বাস্থ্য সচেতন হতে হবে। নিজেকে জানতে হবে, পরিবার সদস্যসহ পাড়া-প্রতিবেশীকে জানাতে হবে। বিষয়টি নিয়ে যদি তোমরা সচেতন না হও, তাহলে তোমরা পিছিয়ে পড়বে। যারা জানবে ও শিখবে এবং স্বপ্ন দেখবে, শুধুমাত্র তারাই এগিয়ে যাবে।
অভিভাবকদের উদ্দেশে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, শুধু আইন দিয়ে নয়, বাবা-মা সচেতন হলেই বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। আর বাল্যবিবাহ ও কিশোরী মাতৃত্ব বন্ধ হলে মাতৃমৃত্যুর হার কমে আসবে। এ জন্য শিক্ষার্থীদের বাল্যবিবাহের কুফল সর্ম্পকে জানতে হবে। নিজে সচেতন হতে হবে এবং অভিভাবকদের সচেতন করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, এলজিএসপির জেলা ফ্যাসিলেটর মো. রিয়াজ উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ী ও বড়কুল পূর্ব ইউপির চেয়ারম্যান আলহাজ কবির হোসেন মিয়াজী।
স্বাগত বক্তব্য রাখেন বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. মিজানুর রহমান। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের এবং অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মাহমুদা আক্তার।
মাদরাসার প্রভাষক আরিফ ইমাম মিন্টুর সঞ্চালনায় অতিথিদের বক্তব্য শেষে বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরাসা, বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়, বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয় ও বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রীদের মাঝে জনপ্রতি ১টি করে মোট ৯৭৫টি স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
এরপর বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয় ও বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের দূরবর্তী অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ৩৮টি বাইসাইকেল বিতরণ করা হয়। এর ধারাবাহিকতায় পরবর্তীতে বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরাসা ও বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হবে বলে জানান ইউএনও বৈশাখী বড়ুয়া।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক, বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মফিজুল ইসলাম প্রমুখ।
৯ ডিসেম্বর, ২০২০।