বড়কুল পূর্ব ইউপি চেয়ারম্যান কবির মিয়াজীর বিরুদ্ধে ইউপি সদস্যের অভিযোগ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউপির চেয়ারম্যান আলহাজ কবির হোসেন মিয়াজীর বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ দিয়েছেন ইউপি সদস্য আব্দুল হাই। গত ৩০ মাস যাবৎ সম্মানী ভাতা না দেওয়ার কারণে গত মঙ্গলবার তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই লিখিত অভিযোগ করেন। এর আগে চেয়ারম্যানের বিরুদ্ধে মারধরের অভিযোগে এনে থানায় লিখিত অভিযোগ করেন ওই ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্য স্বপন সাহা।
ইউপি সদস্য আ. হাই অভিযোগে উল্লেখ করেন, তিনি বর্তমান পরিষদের একজন নির্বাচিত সদস্য। ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান আলহাজ কবির হোসেন মিয়াজী মাসিক সম্মানী ভাতা উত্তোলন করলেও গত ৩০ মাস যাবৎ তার সম্মানী দিচ্ছেন না। তিনি সম্মানীর টাকার কথা বললে, চেয়ারম্যান বিভিন্ন রকম তাল-বাহানা করেন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, তারা নিরীহ ইউপি সদস্য। করোনাকালীন এই পরিস্থিতিতে ধার-দেনা করে মানবেতর জীবন-যাপন করছেন। যার ফলে জনহিতকর কাজ করতে পারছেন না এবং পাওনাদারের চাপে তারা দিশেহারা। এমতাবস্থায় মাসিক সম্মানী ভাতা না ফেলে পরিবার-পরিজন নিয়ে অসুবিধায় পড়বেন। তাই ইউএনও’র মাধ্যমে নিরীহ ইউপি সদস্যদের বকেয়া সম্মানী ভাতা পাওয়ার আবেদন করেন।
ইউনিয়নের সচিব হালিমা আক্তারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, টেক্স আদায়ের টাকা থেকে সম্মানী ভাতা পরিশোধ করা হয়। বর্তমানে একাউন্টে কোন টাকা না থাকায় চেয়ারম্যান সাহেব সম্মানী ভাতা দিতে পারছেন না। তাছাড়া ইউপি সদস্যদের অনুরোধেই করোনাকালীন এই সময়ে টেক্স আদায় করচ্ছেন না চেয়ারম্যান।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আলহাজ কবির হোসেন মিয়াজীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, করোনাকালীন সময়ে রাজস্ব আদায় না হওয়ার কারণে ইউপি সদস্যদের সম্মানী ভাতা বকেয়া পড়েছে।
এদিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে। তিনি বলেন, রাজস্ব আয় থেকে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা দেয়া হয়। এখন যদি পরিষদে টাকা থেকেও সম্মানী ভাতা না দেওয়া হয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট গ্রাম পুলিশের সদস্য স্বপন সাহা মারধর ও গালমন্দের অভিযোগ এনে ইউপি চেয়ারম্যান আলহাজ কবির হোসেন মিয়াজীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন এবং এ দিন তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেন। এর আগে গত ৭ আগস্ট তাকে ইউপি চেয়ারম্যান মারধর ও গাল-মন্দ করেন বলে তিনি সংবাদ সম্মেলনে এবং থানার অভিযোগে উল্লেখ করেন।
০২ সেপ্টেম্বর, ২০২১।