মতলব উত্তরে পরিত্যক্ত বাড়ি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত ঠেটালিয়া মেসার্স হযরত শাহ সোলেমান ফিলিং স্টেশন পেট্রোল পাম্পের উত্তর দিকে বেড়ীবাঁধের বাইরে নদীর তীরে ডা. জাফর বেপারীর পরিত্যক্ত বাড়ীতে ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে নসু মিয়ার লাশের সন্ধান পাওয়া যায়।
জানা যায়, নসু মিয়ার বয়স আনুমানিক ৬০/৬৫ বছর হবে। লাশের পরনে লুঙ্গি, গায়ে কালো রংয়ের ফুল আতা জাম্পার, পাশে পরে আছে কালো প্লাস্টিকের জুতা ও দুটি ক্যাচ। লাশের পাশে থাকা ক্যাচ দেখে মনে হয় প্রতিবন্ধী।
স্থানীয় জাফর সাংবাদিকদের জানান, আমরা প্রায় ৩০ বছর আগে ঐ বাড়ি হতে চলে আসি। তারপর থেকে ঐ বাড়িটি পরিত্যক্ত হিসেবে পরে আছে। তিনি আরও জানান, আমি ভোর ৭টার দিকে সিরাজের ছেলে শরীফ ঢালী আমার দোকানে এসে লাশটির ব্যাপারে জানান।
৮ ডিসেম্বর ভোরে লোকজন নদীতে হাত মুখ ধৌত করতে গেলে লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য আ. হালিম সরকারকে জানালে তিনি মতলব উত্তর থানা পুলিশকে জানান। তারপর মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা ও এসআই মো. ইব্রাহিম ঘটনাস্থলে ছুটে যান। লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়।
থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গায়ে কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
৯ ডিসেম্বর, ২০২০।