মতলব উত্তরে প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ১৮০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে কলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন কলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাকিম ও ইউআরসি ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম। পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ ও মো. অলিউল্লাহ।
ইকবাল হোসেন ভূঁইয়া বলেছেন, শতভাগ শিশু ভর্তির লক্ষ্যে ও লেখাপড়া উন্নতিকরণে প্রাথমিক শিক্ষকদের হোমভিজিট করার নির্দেশনা দেয়া হয়েছে। বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকায় ১০০% শিশু ভর্তি, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরেপড়া রোধ, শিক্ষক অভিভাবক নিবিড় সম্পর্ক সৃষ্টি, শিক্ষার্থীদের লেখাপড়ার উন্নতিকল্পে প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালরের সকল শিক্ষকের হোমভিজিট করতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত ও গুণগত শিক্ষা নিশ্চিত করতে কাজ করতে হবে। বাংলা ও ইংরেজিসহ সব বিষয়ে মানসম্মত পাঠদান দিতে হবে।
তিনি বলেন, পহেলা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পাঠ্যবই উৎসব করতে হবে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মামুনুর রশিদ, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, আখম বাহাউদ্দিন, নুরুদ্দিন, মাহমুদা আক্তার, রহমতউল্লাহ, সালমা পারভীন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাতেন, আব্দুল হান্নান প্রমুখ।