মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার মা-মেয়ের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) রাত ৩টায় ছেংগারচর পৌরসভার শিকিরচর গ্রামের সরকার বাড়িতে (বেড়িবাঁধের ভেতরে) একটি সশস্ত্র ডাকাত দল ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটায়। ডাকাতরা বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে হাত-পা বেঁধে লুট করে নেয় নগদ দেড় লাখ টাকা, তিনটি মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল।
ভুক্তভোগী মাহফুজা বেগম আহাজারি করে জানান, এদিন রাতে আমার স্বামী সাদেক সরকার ও মেয়ে আকলিমাসহ আমরা দোচালা ঘরে ঘুমিয়ে ছিলাম। আমার ছেলে, বৌ, নাতি-নাতনীরা একটি অনুষ্ঠানে যাওয়ায় চৌচালা ঘরটি ফাঁকা ছিলো।
রাত তিনটায় হঠাৎ বিকট আওয়াজ শুনে আমার মেয়ে আকলিমা লাইট জ্বালিয়ে দরজা খুললে ডাকাত দল গলায় চাপাতি ধরে ডাক-চিৎকার করতে বাঁধা দেয় এবং চিৎকার করলে ধর্ষণের হুমকি দেয়। ডাকাত দলের একজন বলে ওঠে, মুরুব্বী (সাদেক সরকার) ভালো মানুষ, ওনারে কিছু করার দরকার নাই।
স্থানীয়রা জানান, এ ঘটনা দূরের কোন মানুষের হতে পারে না। কারণ ওরা (ডাকাতেরা) জানতো যে বাড়িতে কেউ নেই। এ সুযোগ কাজে লাগিয়ে এ ঘটনা তারা ঘটিয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা জানান, ঘটনাটি আমরা জেনেছি। আমাদের টিম কাজ করছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১৯ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি