সফিকুল ইসলাম রিংকু
মতলব পৌরসভার চরবাইশপুর এলাকার একমাত্র প্রধান সড়কের বেহাল দশার কারণে ঝুঁকি নিয়ে চলছে রিক্সা ও মোটরসাইকেল। সড়কের বেহাল দশার কারণে অসুস্থ মানুষকে যানবাহনে আনাও ঝুঁকির। তাই দ্রত সময়ের মধ্যে সড়কটির সংস্কারের দাবি করেছেন এলাকাবাসী।
সরজমিনে দেখা যায়, মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের চরবাইশপুরের খেয়াঘাটের বটতলা থেকে চরবাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত একমাত্র প্রধান সড়কটি দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহনে চলাচল করেন কমলমতি শিক্ষার্থীসহ জনসাধারণ। সরু সড়কের পাশাপাশি বিভিন্ন স্থানে মারাত্মক ভাঙনের কারণে বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়কটি।
সড়কের বিষয়ে স্থানীয় বাসিন্দা মতিন ফরাজী বলেন, রাস্তাটি সরু হওয়ার কারণে দু’টি রিক্সা বা অটোরিক্সা ক্রস করতে পারে না। তাছাড়া বিভিন্ন স্থানে বড়-বড় গর্ত থাকার কারণে যান চলাচল বাঁধাগ্রস্ত হচ্ছে।
ছাত্রদল নেতা সারোয়ার ফরাজী বলেন, সড়কটিকে প্রশস্তকরণসহ সংস্কার বা পূনঃনির্মাণ একান্ত জরুরি। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করতে প্রশাসনের সুদৃষ্টি কমনা করছি।
এদিকে মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের দায়িত্বে থাকা মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ বলেন, বিষয়টি নিয়ে আমি ইউএনও স্যারের সাথে কথা বলবো।
২৯ এপ্রিল, ২০২৫।