মতলব দক্ষিণে ছাত্রলীগ নেতা লিখনের নেতৃত্বে নৌকার গণসংযোগ

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নৌকার পক্ষে গণসংযোগ করেছেন উপজেলা ছাত্রলীগ। শনিবার (১৭ অক্টোবর) বেলা এগারোটায় মতলব সেতু সংলগ্নে পথসভায় যোগদানের আগে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখনের নেতৃত্বে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বিএইচএম কবির আহমেদের নৌকার পক্ষে গণসংযোগ ও জনগণের কাছে ভোট চাইলেন ছাত্রলীগ নেতারা।
গণসংযোগকাল উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা খালেকুজ্জামান সাব্বির, পৌর ছাত্রলীগ নেতা পাবেল আহমেদ, নুর মোহাম্মদ তামিম, উপজেলা ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান সৌরভ, নায়েরগাও উত্তর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাকিব, রাসেল,নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাবু সুফিয়ান, তানভীর, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব, ফরহাদ, মেহেদী, নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা কাইয়ুম মেঝবাহ, তানজীদ, উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাফি, ইউনুছ, নিপু, উপাদী দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, রুবেল, রাসেল খান, মতলব সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা জয়, রাসেল মোল্লা, রমজান প্রমুখ।
১৯ অক্টোবর, ২০২০।