মতলব দক্ষিণে থামানো বাসে অগ্নিকান্ড

মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার বাইপাস সড়কে মতলব এক্সপ্রেস নামে একটি থামানো বাস পুড়ে গেছে। রোববার (৯ মার্চ) ভোর পৌনে ৫টায় এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় এলাকাবাসী ও মতলব ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মতলব বাইপাস সড়ক পানির টাংকি সংলগ্ন জিএফসি রেস্টুরেন্টের কাছে থামানো মতলব এক্সপ্রেস বাসে (ঢাকা মেট্রো ব-১৪-৫৪৯০) আগুন জ্বলতে দেখে মতলব দক্ষিণ থানার টহল পুলিশ স্থানীয় ফায়ার স্টেশনে সংবাদ দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত সময়ের মধ্যে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের সাব অফিসার মোহাম্মদ আলী স্থানীয় লোকজনের বরাত দিয়ে বলেন, কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বাসটির অধিকাংশ পুড়ে গেছে। আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা। তবে বাসে কোন লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

১০ মার্চ, ২০২৫।