
কামাল হোসেন
মতলব দক্ষিণে নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধক সরকারি ত্রাণ বিতরণে অগ্রাধিকার ভিত্তিতে দৈনিক আয়ে যাদের সংসার চলে অর্থাৎ ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, কৃষি শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরীওয়ালা, চায়ের দোকানদার এদের সবাইকে ত্রাণ প্রদানের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচী-১ শাখার সিনিয়র সচিব মো. শাহ্ কামাল স্বাক্ষরিত এক নির্দেশনা জারি করা হয়েছে। এর আলোকে দ্রুত তালিকা তৈরী করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরন করার জন্য মতলব পৌরসভা, ইউনিয়ন পরিষদ, মেয়র, চেয়ারম্যান ও জন প্রতিনিধিদেরকে বলা হয়েছে বলে সূত্রে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড পর্যায় থেকে দ্রুত তালিকা প্রস্তুত করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।