সভাপতি ইকবাল হোসেন সম্পাদক হায়দার মোল্লা
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব প্রেসক্লাবের ২০২১ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি দৈনিক সমকালের প্রতিনিধি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিনিধি গোলাম হায়দার মোল্লা।
গত ১৯ মার্চ প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মো. ইকবাল হোসেনকে সভাপতি এবং গোলাম হায়দার মোল্লাকে সাধারণ সম্পাদক করে ২০২১ সালের কার্যকরী কমিটি গঠন সিদ্ধান্ত হয়। ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করলেন।
গত শুক্রবার বিদায়ী কমিটির সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিকসহ অন্যান্যরা নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় প্রেসক্লাবের সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৯ মার্চ, ২০২১।