নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন, জনগণ সবসময় পাশে থাকবে
……….অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি
মতলব দক্ষিণ ব্যুরো
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা এখন বাস্তবায়ন করবেন। জনগণের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নমূলক কাজ করবেন জনগণ সবসময় আপনাকেই মূল্যায়ন করবে এবং সাথে থাকবে।
গত শুক্রবার (১২ মার্চ) বিকালে মতলব সূর্যমুখী কচিকাঁচা মেলা প্রাঙ্গণে মতলব পৌরসভা নির্বাচনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, মতলব পৌরসভা প্রত্যেকটি ওয়ার্ড উন্নয়নের স্বার্থে আমাকে যে যখন এবং যেকোন প্রয়োজনে যোগাযোগ করবেন আমি আপনাদের পাশে আছি থাকব এবং কাজ করে যাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং মতকব পৌরসভাকে আধুনিক পৌরসভা করার জন্য আমার সব প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে।
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য নির্মল গোশ্বামী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও পুনরায় নির্বাচিত মেয়র আওলাদ হোসেন লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন মীর, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠিত সভায় চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুনরায় নবনির্বাচিত মেয়র আওলাদ হোসেন লিটন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাসার পারভেজ মিয়াজী, ২নং ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী সরকার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান আনু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াজ উদ্দিন প্রধান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মহন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু চন্দ্র সাহা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ চৌধুরী বুলবুল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আঃ হাই, (১, ২, ৩নং) ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মরিয়ম ইসলাম শিখা, (৪, ৫, ৬নং) ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জোহরা খাতুন এবং (৭, ৮, ৯নং) ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মাইরিন সুলতানা।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৪ মার্চ, ২০২১।