মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাজিয়ারা গ্রামে ইউপি সদস্যের হামলায় এক অন্তঃসত্ত্বা নারী গুরুতর আহত হয়েছে। আহত ঐ নারীর নাম মানছুরা বেগম (২১)। বর্তমানে সে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। মানছুরা বেগম কাজিয়ারা গ্রামের আওসান দেওয়ানজীর স্ত্রী।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় ইউপি সদস্য গোলাম রাব্বানী দেওয়ানজীর সাথে একই বাড়ির আওসান দেওয়ানজীর মধ্য টাকা-পয়সা নিয়ে বিরোধ চলছিল। ওই পাওনা টাকা নিয়েই এ হামলার ঘটনা ঘটেছে।
আহত মানছুরা বেগম বলেন, আমার স্বামী এলাকার রাব্বানী মেম্বারের কাছ থেকে ২ লাখ ৭০ হাজার টাকা পাবে। ওই টাকা দেই-দিচ্ছি বলে বেশ কয়েকবার তারিখ দেন। এলাকাবাসীও বিষয়টি সম্পর্কে জানেন। বৃহস্পতিবার সকালে আমার স্বামী রাব্বানী মেম্বারের কাছে ওই পাওনা টাকা চাইতে গেলে টাকা না দিয়ে উল্টো গালমন্দ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে রাব্বানী মেম্বার, তার বাবা ফজলুল হক দেওয়ানজী, স্ত্রী সালমা বেগম ও মাসুদ দেওয়ানজীসহ আরো ৪/৫ আমার স্বামীকে মারধর করতে ঘরে আসে। তাকে না পেয়ে আমার চুলের গোছা ধরে মাটিতে ফেলে বেধম মারধর করে। ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন দৌঁড়ে আসলে তারা চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করা আমাকে মতলব সরকারি হাসপাতালে নিয়ে আসে।
মানছুরা আরো জানান, তিনি বর্তমানে ৪ মাসের অন্তঃসত্ত্বা। শরীরের বিভিন্ন স্থানে প্রতিপক্ষরা আঘাত করেছে। তার স্বামী আওসান দেওয়ানজী বলেন, রাব্বানী মেম্বারের সাথে দীর্ঘদিন ঠিকাদারী কাজ করতাম। ওই কাজের ২ লাখ ৭০ হাজার টাকা তার কাছ থেকে আমি পাওনা। সে টাকা চাওয়ায় এ হামলা করে এবং আমাকে না পেয়ে আমার স্ত্রীর উপর হামলা করে তারা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে রাব্বানী মেম্বারের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, কাজিয়ারার ঘটনায় দু’পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
০৮ মে, ২০২০।