স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী তোফায়েল আহমেদ খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এটিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ব্যবসায়ী ও সমাজসেবক এম এ খান জুয়েল মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন। গত ২৪ ডিসেম্বর ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএ খান জুয়েল ব্যবসা এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখার কারণে বাংলাদেশ কালচারাল কাউন্সিল তাকে এ সম্মানে ভূষিত করেন। আগামি ২৪ ফেব্রুয়ারি কলকাতা রবীন্দ্র সরোবর অডিটোরিয়ামে তাকে এ সম্মাননা প্রদান করা হবে।
বাংলাদেশ কালচারাল কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শুভ্রদ্বীপ চক্রবর্ত্তী ও সেক্রেটারি শাহ আলম চুন্নু স্বাক্ষরিত পত্রে তাকে আমন্ত্রণ পত্রসহ বিষয়টি জানিয়ে চিঠি প্রদান করেন।
এমএ খান জুয়েল দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে সমাজের অসহায়, দুঃস্থ ও গরিবের সেবা প্রদান করে আসছেন। এছাড়া প্রতি বছর ঈদে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
২৪ জানুয়ারি, ২০২৩।