সাংবাদিক নোমান হোসেন আখন্দের বাবা
শাহরাস্তি ব্যুরো
দৈনিক সংবাদের শাহরাস্তি উপজেলা প্রতিনিধি, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক, দৈনিক ইল্শেপাড়ের শাহরাস্তি ব্যুরো ইনচার্জ নোমান হোসেন আখন্দের বাবা শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার, সমবায় বিভাগের সাবেক কর্মকর্তা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মরহুম মো. রুহুল আমিন আখন্দের ৯ম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার পালিত হয়েছে। এ উপলক্ষে শাহরাস্তি পৌরসভাস্থ নিজমেহার আখন্দ বাড়িতে কোরআন খানি, আলোচনা সভা, মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০১০ সালের এই দিনে মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন আখন্দ মারা যান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে যান।