
সজীব খান
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে রামপুরের স্থানীয় জনগণের সাথে ইএএলজির কার্যকর ও জবাবদিহিতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকাল ৩টায় রামপুর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীর সভাপতিত্বে ইউপি সচিব রাকিবুল হাসান খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দুলাল চন্দ্র, হাসান আহমেদ, রামপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার লিপি বেগম, মাকসুদা বেগম, আনোয়ারা বেগম, ওয়ার্ড সদস্য ফখরুল পাটওয়ারী, সায়েদ পাটওয়ারী, বারেক হোসেন, হাফেজ আবু তাহের, আবদুল খালেক খান, মমিন হক পাটওয়ারী, রিপন পাটওয়ারী, বিশু মজুমদার, আনোয়ার আলম আনু, রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খোকন রায়, ছাত্রলীগ নেতা আলী হোসেন প্রমুখ।
এ সময় রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী বলেন, সরকারের স্থানীয় সরকার বিভাগের সব কাজগুলো জনসম্মুখে তুলে ধরে সরকারের উন্নয়নগুলো প্রচার করতে হবে। চাঁদপুরের উন্নয়নের রুপকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মাধ্যমে রামপুরে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। স্কুল-কলেজ, মাদ্রাসা, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভাট নির্মাণ করা হয়েছে।