বিএনপিতে কোন সন্ত্রাসী ও মাদকসেবীর স্থান থাকবে না
…….. শেখ ফরিদ আহমেদ মানিক
এস এম সোহেল
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদের বেয়াদবদের কারণে এতদিন এ ইউনিয়নে আসতে পারিনি। ফ্যাসিবাদের ধারণা ছিলো রামপুর ইউনিয়ন থেকে বিএনপি ধানের শীষের নেতা-কর্মীদের ধূলিস্যাত করে দিয়েছে। আজ প্রমাণ করে রামপুর ইউনিয়ন ধানের শীষের ঘাঁটি। আজ রামপুর ইউনিয়নের সব ধর্মের ভাই ও মা-বোনরা এখানে উপস্থিত আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন আমাদের উদ্দেশ্যে আগামিদিনে কিভাবে দেশ চলবে তার ধারণা দিচ্ছেন। যদি তাই হয় তাহলে আগামিদিনের বিএনপি হবে জনগণের ক্ষমতাশালী বিএনপি হবে। আগামিদিনের বিএনপিতে কোন ধরনের সন্ত্রাসী থাকবে না, মাদকসেবীদের কোন স্থান থাকবে না। সেই বিএপিতে থাকবে শিক্ষা, সাধারণ মানুষের সেবা। সেই বিএনপির কর্মকান্ড এখন থেকেই শুরু করতে হবে। সেজন্য সবকিছুর পরিবর্তন আনতে হবে। যেমন সর্বপ্রথম আমাদের নৈতিক পরিবর্তন আসতে হবে। আওয়ামী লীগ যা করছে আমাদের তা করা যাবে না।
তিনি আরো বলেন, এখানে যারা উপস্থিত হয়েছেন সকলে গত ১৫ বছর অনেক কষ্টে ছিলেন। বিএনপির জনগণের বন্ধু হিসেবে পরিচিত হয়েছেন। আগামীদিনেও আমাদের কষ্ট করে জনগণের সেবা করতে হবে। সেই সেবা করতে হলে মা-বোনদের অনেক কষ্ট করতে হবে। মা-বোনদের সচেতন করতে হবে। তাদের সুবিধা-অসুবিধার খোজ-খবর নিতে হবে। গত ১৫ বছরে স্বৈরাচারী সরকার যে পরিমান লুটপাট করেছে। যেমন একটি ইউনিয়নে দেখা গেল ৫০টি টিউবওয়েল আসছে, দুই একটি টিউবওয়েল বসিয়ে বাকিগুলো তারা ভাগাভাগি করে নিয়ে গেছে। আমরা তা করবো না, ৫০টি টিউবওয়েল বরাদ্দ হলে, ৫০টি’ই পাবে জনগণ, এই নিশ্চিয়তা দিচ্ছি।
তিনি আরো বলেন, যেই ঘরে এক আওয়ামী লীগ, একজন বিএনপি আছে। তাদের কোন প্রাধান্য দেওয়া হবে না বিএনপিতে। আমাদের বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনারা দু’হাত তুলে কথা দেন জনগণের জন্য কাজ করবেন। আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। আশা করি আমাদের আন্দোলন সফল হয়েছে।
রামপুর ইউনিয়ন বিএনপির মো. তালিম হোসেন পাঠানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন।
রামপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী দ্বীন মোহাম্মদের পরিচালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, জেলা ওলামা দলের সভাপতি মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন তালুকদার প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল কাদির বেপারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সাগর, তাফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক শরীফ খান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজু, সদস্য সচিব আব্দুল মান্নান খান কাজল, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, সহ-সভাপতি আবু হানিফ কাকন, উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক খান পারভেজ, রামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মুন্সি, তারেক হোসেন বিপ্লব, আব্দুর কাদির মিজি, ওমর ফারুক খোকা, সুমন পাটওয়ারী পাখি, ইউনিয়ন যুবদলের সভাপতি জুলহাস বেপারী, সাধারণ সম্পাদক কাউসার পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল রাজা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল মেহেদী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, মহিলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎসজীবী দলের নেতাকর্মী ও সমর্থকরা।
৩০ নভেম্বর, ২০২৪।