চাঁদপুরের মন্দিরে চলছে শেষ প্রস্তুতির রঙ-তুলির আঁচড়
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে চলছে শারদীয় দুর্গা পূজার শেষ প্রস্তুতি। আগামি ১০ অক্টোবর দেবী পঞ্চমী বিহীত পূজার মধ্য দিয়ে ৫ দিনব্যাপী দুর্গাপূজা শুরু হবে। আগামিকাল ৬ অক্টোবর দেবী দুর্গার আগমনী বার্তা শুভ মহালয়া অনুষ্ঠিত হবে।
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ জানান, এবছর আগামী ৬ অক্টোবর দেবী দুর্গার আগমনী বার্তার শুভ মহালয়া অনুষ্ঠিত হবে। আগামী ১০ অক্টোবর দুর্গাপূজা কার্যক্রম শুরু হবে এবং ১৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গা পূজার পরিসমাপ্তি হবে। এবছর দেবী দুর্গা দোলায় আগমন এবং নৌকায় প্রস্থান করবেন। চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ ইতিমধ্যে সকল উপজেলা পূজা পরিষদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে।
মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরির কারিগররা প্রতিমাকে তাদের রং তুলির শেষ আচড়ে সাজিয়ে তুলতে ব্যস্থ সময় পার করছে। দুর্গা পূজার আর মাত্র বাকি ৬ দিন। এ জন্য কারিগররা দিবা রাত্রী কাজ করে যাচ্ছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে পূজা মণ্ডপ সাজ সজ্জার কাজ চলছে পুরোদমে। চাঁদপুর জেলায় এ বছর ২১১টি মন্ডপে দুর্গা পূজা উদযাপন করার জন্য পূজার আয়োজকরা সকল প্রস্তুতি নিয়েছে।
এ বছর চাঁদপুর সদর উপজেলা ৩৪টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলো হলো- কালীবাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, গুয়াখোল কুন্ডু বাড়ি, মিনার্ভা পূজা মন্ডপ, রামকৃষ্ণ আশ্রম, মজুমদার বাড়ি, গুহ বাড়ি পূজামন্ডপ, পুরানবাজার বাতাসা পট্টি বারোয়ারি পূজা মন্ডপ, নিতাইগঞ্জ পূজা মন্ডপ, হরিসভা পূজা মন্ডপ, পুরান বাজার ঘোষপাড়া পূজা মন্ডপ, জাফরাবাদ পালপাড়া দুর্গা মন্ডপ, নিতাইগঞ্জ রণজিৎ দাশের বাড়ি পূজা মন্ডপ, নতুন বাজার পালপাড়া শিতলা মায়ের মন্দির পূজা মন্ডপ, নতুন বাজার ঘোষপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, পুরান বাজার হরিজন পল্লী দুর্গা মন্ডপ, মহামায়া দত্তবাড়ি পূজা মন্ডপ, মৈশালবাড়ি পূজা মন্ডপ, দামোদরদি কমল কৃষ্ণ মহাশয়ের বাড়ি পূজা মন্ডপ, প্রতাপ সাহা রোড দুর্গা মন মন্ডপ, চর বাকিলা বড় সূত্রধর বাড়ি দুর্গা মন্ডপ, বাবুরহাট রমেশ দের বাড়ি পূজা মন্ডপ, স্বর্ণখোলা রোড সন্তোষী মায়ের পূজা মন্ডপ, রেলওয়ে হরিজন কলোনি মহাবীর মন্দির, ডাসাদী বড় সূত্রধর বাড়ি দুর্গা মন্দির, পানের গোলা দুর্গা মন্দির, ডাসাদী স্বগীয় সুরেশ দাসের বাড়ি দুর্গা মন্দির, নবতারা সার্বজনীন দুর্গামন্দির, বালিয়া রাধা গোবিন্দ মন্দির, প্রতাপ সাহা রোড লোকনাথ মন্দির, শিলন্দিয়া মন্টু দের বাড়ি দুর্গা মন্দির ও পুরান বাজার নিতাইগঞ্জ কার্তিক সাহার বাড়ি দুর্গা মন্দির।
মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ্র দাস জানান, এবছর ও মতলব উত্তর উপজেলায় গত বছরের মতে ৩০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলো হল- ঘনিয়ারপাড় বিষ্ণু চন্দ্র দত্তের বাড়ি, ছেংগারচর কালাচাঁদ আখড়া, চরপাথালিয়া হারাধন রায়ের বাড়ির দুর্গা মন্দির, শ্যামাচরণ সরকারের বাড়ি দুর্গা মন্দির, জ্যোতি লাল মাস্টার বাড়ি দুর্গা মন্দির, প্রাণকৃষ্ণ দাসের বাড়ির দুর্গা মন্দির, নাগপাড়া বেপারি বাড়ি দুর্গা মন্দির, বড়াইকান্দি জীবন ঘোষ এর বাড়ি দুর্গা মন্দির, সাদুল্লাপুর রঘুনাথ সরকার বাড়ি দুর্গা মন্দির, সাদুল্লাপুর দুর্গা মন্দির, গজরা ভাষাণ চক্রবর্তীর বাড়ি দুর্গা মন্দির, গজরা সার্বজনীন দুর্গা মন্দির, মনোরঞ্জন বণিকের বাড়ি দুর্গা মন্দির, খাগুড়িয়া হরগৌরি শশ্মান দুর্গা মন্দির, ধনাগোদা রায়ের কান্দি দুর্গা মন্দির, নান্দুরকান্দি শুকলাল মাস্টারের বাড়ি দুর্গা মন্দির, নান্দুর কান্দি হাওলাদার বাড়ি দুর্গা মন্দির, তিতার কান্দি জলধর দাসের বাড়ি দুর্গা মন্দির, নাগপাড়া অমৃত লাল নাগের বাড়ি দুর্গা মন্দির, চরপাথালিয়া অতুলচন্দ্র অধিকার বাড়ি দুর্গা মন্দির, তিতার কান্দি ঘোষ বাড়ি দুর্গা মন্দির, স্বর্গীয় সুকুমার পালের বাড়ি দুর্গা মন্দির, স্বর্গীয় কামিনী চরণ মণ্ডল বাড়ি দুর্গা মন্দির, দুর্গাপুর গনেশ দাসের বাড়ি দুর্গা মন্দির, ধীরেন্দ্র মাস্টার বাড়ি দুর্গা মন্দির, জহরলাল মজুমদার বাড়ি দুর্গা মন্দির, লবাই কান্দি রাধেশ্যাম মজুমদার বাড়ি দুর্গা মন্দির, দুর্গাপুর আশ্রয় কেন্দ্র দুর্গা মন্দির ও হিন্দু আয়োরপুর দুর্গা মন্দির।
ফরিদগঞ্জ উপজেলার ২০টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলো হলো- লক্ষীনারায়ন আখড়া, দাসপাড়া যুব সংঘ, চান্দ্রা বাজার লক্ষীনারায়ন জিউর আখড়া, খারখাদিয়া দুর্গা মন্ডপ, বাসারা দুর্গা মন্ডপ, আটপাড়া পশ্চিম বড়গাঁও দুর্গা মন্ডপ, তাম্রশাসন দুর্গা মন্ডপ, গুপ্টি সার্বজনীন দুর্গা মন্দির সার্বজনীন দুর্গা মন্ডপ, আষ্টা রায়বাড়ি দুর্গা মন্ডপ, কালিয়া বৈচাতরি দুর্গা মন্ডপ, গুপ্টি ভগবতী দুর্গা মন্ডপ, পশ্চিম গুপ্টি লক্ষীনারায়ন দুর্গা মন্ডপ, কড়ইতলী রামকৃষ্ণ আশ্রম, সাহাপুর নবকিশোর দুর্গা মন্ডপ, দক্ষিণ ধানুয়া গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, আলোনিয়া রাধাগোবিন্দ হরিসভা, দক্ষিণ রূপসা সার্বজনিন দুর্গা মন্দির ও রূপসা বাজার সর্বমঙ্গলা সংঘ।
শাহরাস্তি উপজেলায় ১৭টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলো হলো- মেহেরশ্বরী নিজ মেহের পালপাড়া দুর্গা মন্দির, উপলতা পুরহিত বাড়ি পূজা মন্দির, নাহারা ভৌমিক বাড়ি পূজা মন্দির, জগবন্ধু সাদুর বাড়ি পূজা মন্দির, ঘুঘুর চপ পালবাড়ি পূজা মন্দির, প্রসন্ন পূজা মন্দির, নুনিয়া দত্তবাড়ি পূজা মন্দির, সুচিপারা অধিকার বাড়ি পূজা মন্দির, সুচিপারা মজুমদার বাড়ি পূজা মন্দির, খিতারপার পূজা মন্দির, ছিখটটিয়া পূজা মন্দির, কুশলী ঠাকুরবাড়ি পূজা মন্দির, সাহাপুর ঠাকুরবাড়ি পূজা মন্দির, সাহাপুর চৌধুরীবাড়ী পূজা মন্দির, নাওড়া ঠাকুরবাড়ি পূজা মন্দির, নিজ মেহের বর্ধন বাড়ি পূজা মন্দির ও ঘোষপাড়া পূজা মন্দির।
কচুয়া উপজেলায় ৪১টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলো হলো- সাচার জগন্নাথ ধাম, সাচার পোদ্দারবাড়ি, সাচার ঘোষ বাড়ি, সাচার মধ্যপাড়া, সাচার দাসপাড়া, বায়েক কালীবাড়ি, বায়েক গৌরাঙ্গ সরকার বাড়ি, বাইক ঠাকুরবাড়ি, গুগড়া বাড়ি কালী মন্দির, উত্তর শিবপুর দুর্গাবাড়ি, মাঝিগাছা দুর্গা মন্দির, বিতারা পাল বাড়ি দুর্গা মন্দির, পালাখাল সাহা বাড়ি, তিলখিয়া ভিটি দুর্গা মন্দির, দোয়াটি হালদার বাড়ি দুর্গা মন্দির, আলোনিয়া বেজ বাড়ি দুর্গা মন্দির, নাহারা কালি বাড়ি দুর্গা মন্দির, দারচর দাস বারির দুর্গা মন্দির, জলা তেতৈয়া দুর্গা মন্দির, কোমর কাসা শিল বাড়ি দুর্গা মন্দির, ঘাগড়া আখড়া বাড়ি দুর্গা মন্দির, রাজাপুরা সরকার বাড়ি দুর্গা মন্দির, তুলপাই সাহা বাড়ি দুর্গা মন্দির, আয়মা গোসাইবাড়ি দুর্গা মন্দির, হায়াতপুর বড় বাড়ি দুর্গা মন্দির, বেদপুর মজুমদার বাড়ি দুর্গা মন্দির, নাউলা দত্ত বাড়ি দুর্গা মন্দির, নাউলা দাস বাড়ি দুর্গা মন্দির, গোবিন্দপুর দাস বাড়ি দুর্গা মন্দির, চাঙ্গিনী দুর্গাবাড়ি, চাঙ্গিনী মজুমদারের বাড়ি দুর্গা মন্দির, পিপল করা বেনু মজুমদার বাড়ি দুর্গা মন্দির, পিপলকরা বিমল মজুমদার বাড়ি দুর্গা মন্দির, করইশ বেপারী বাড়ি দুর্গা মন্দির, করাইয়া দুর্গা মন্দির, কোঁয়া পোদ্দার বাড়ি দুর্গা মন্দির, কোয়া দাস বাড়ি দুর্গা মন্দির, কান্দার পার দুর্গা মন্দির, মাছিমপুর দুর্গা মন্দির ও মাছিমপুর দুর্গাবাড়ি দুর্গা মন্দির।
হাজীগঞ্জ উপজেলায় ২৮টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলো হলো- রামকৃষ্ণ সেবাশ্রম ও বিবেকানন্দ বিদ্যাপীঠ, মকিমাবাদ জমিদার বাড়ি, ত্রিনয়নী সংঘ, ত্রিশূল সংঘ, নবদুর্গা সংঘ, বলাখাল চৌধুরী বাড়ি দুর্গা মন্দির, বলাখাল শীল বাড়ি দুর্গা মন্দির, বলাখাল হরি সাহার বাড়ি দুর্গা মন্দির, বলাখাল নদী দাস বাড়ি দুর্গা মন্দির, বলাখাল লোকনাথ সংঘ দুর্গা মন্দির, আলিগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দির, উচ্চঙ্গা জয় রাম মন্দির, রাজাপুর রাম চন্দ্র দেবনাথ বাড়ি দুর্গা মন্দির, অতুল চন্দ্র গোস্বামী বাড়ি দুর্গা মন্দির, রামপুর বড় বাড়ি দুর্গা মন্দির, বরকুল ঠাকুর বাড়ি দুর্গা মন্দির, সোনাইমুড়ী বড় সূত্রধর বাড়ি দুর্গা মন্দির, বাকিলা বিবি রায়চৌধুরী বাড়ি দুর্গা মন্দির, বাকিলা মাখন লাল মন্ডল বাড়ি দুর্গা মন্দির, বেলঘর মজুমদার বাড়ি দুর্গা মন্দির, গঙ্গানগর গৌরনিতাই সেবাম্রম দুর্গা মন্দির, চেংগাতলী সূর্যমনি সরকার বাড়ি দুর্গা মন্দির, রাজারগাঁও মুকুন্দসার সূত্রধর বাড়ি দুর্গা মন্দির, রাজারগাও যামিনী কান্ত কবিরাজ বাড়ি দুর্গা মন্দির, মালিগাঁও ভারতচন্দ্র বেপারি বাড়ি দুর্গা মন্দির, পূর্ব গন্তব্যপুর ও পূর্ব হরিপুর রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ দুর্গা মন্দির। এবছর বৃদ্ধি পাওয়া পূজামণ্ডপটি হলো হাজিগঞ্জ পৌর এলাকার ফায়ার সার্ভিস সড়কে। এনিয়ে হাজীগঞ্জ উপজেলায় এ বছর ২৮ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
মতলব দক্ষিণ উপজেলায় ৩৫টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলো হলো- জগন্নাথ দেবের মন্দির, কলাদি স্বর্গীয় হারানো চক্রবর্তীর বাড়ি দুর্গা মন্দির, দক্ষিণ বাইশপুর অরুণ দাসের বাড়ি দুর্গা মন্দির, ধনারপাড় দেবেন্দ্র বৈদ্যের বাড়ি দুর্গা মন্দির দুর্গা মন্দির, ধনারপাড় হরি দুর্গা মন্দির, বোয়ালিয়া হরিসভা দুর্গা মন্দির, বোয়ালিয়া নগেন সাহার বাড়ি দুর্গা মন্দির, বোয়ালিয়া বাজার দুর্গা মন্দির, বোয়ালিয়া বলাই দেশের বাড়ি দুর্গা মন্দির, উত্তর দিঘলদী হরি চক্রবর্তীর বাড়ি দুর্গা মন্দির, মাধব ঠাকুরের বাড়ি দুর্গা মন্দির, বরদিয়া কেদার রায় চক্রবর্তীর বাড়ি দুর্গা মন্দির, উপাদী ইউনিয়ন দশরথ সেনের বাড়ি দুর্গা মন্দির, লামচরি অমূল্য মাস্টারের বাড়ি দুর্গা মন্দির, খাদেরগাঁও সুখেন সূত্রধরের বাড়ি দুর্গা মন্দির, বালুচর সুখেন মাস্টারের বাড়ি দুর্গা মন্দির, লামচরি কাশি কীর্তনীয়ার বাড়ি দুর্গা মন্দির, মাছুয়াখাল কুঞ্জ সাহার বাড়ি দুর্গা মন্দির, নারায়ণপুর জয় কালি বাড়ি দুর্গা মন্দির, নারায়ণপুর সুধাংশু ঠাকুরবাড়ি দুর্গা মন্দির, সাতানি বেপারি বাড়ি দুর্গা মন্দির, চরটভাঙ্গা নিখিল দেশের বাড়ি দুর্গা মন্দির, চরটভাঙ্গা শচীন দাসের বাড়ি দুর্গা মন্দির, কাশিমপুর বাজার দুর্গা মন্দির, কাশিমপুর প্রধানীয়া বাড়ি দুর্গা মন্দির, নায়েরগাও সুনিল দামের বাড়ি দুর্গা মন্দির, সারপাড়া অধ্যাপক হরিপদ সাহার সাথে দুর্গা মন্দির, লামচরি সরকার বাড়ি দুর্গা মন্দির, নারায়নপুর চৌধুরী বাড়ি দুর্গা মন্দির। এ বছর নতুন করে উদযাপিত দুটি মন্দির হলো- কলাদি হরিসভা দুর্গা মন্দির ও ঘোষপাড়া গোপাল মন্দির।
হাইমচর উপজেলায় ৬টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলো হলো- ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের কমলাপুর দুর্গা দেবীর মন্দির, পশ্চিম চর কৃষ্ণপুর জগন্নাথ মন্দির চরভাঙ্গা রাধাগোবিন্দ মন্দির দক্ষিণ চরভৈরবী গৌর নিতাই মন্দির চরভৈরবী হরিচাঁদ ঠাকুর মন্দির ও পাড়াবগুলা মজুমদার বাড়ি দুর্গা মন্দির।
০৫ অক্টোবর, ২০২১।