শাহরাস্তিতে করোনার ২য় ঢেউ মোকাবেলায় সচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি পৌরসভার উদ্যোগে কোভিড-১৯ (করোনার) ২য় ঢেউ মোকাবেলায় সচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৪টায় পৌর এলাকার ঠাকুর বাজার, দোয়াভাঙ্গা, কালিয়া পাড়া ও মেহার স্টেশন এলাকায় জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং মাস্ক বিতরণ করেন শাহরাস্তি পৌর মেয়র হাজি আবদুল লতিফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম, পৌর প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, কাউন্সিলর কাজী আবদুল কুদ্দুস রানা, ছকিনা বেগম, লুৎফুন নাহার প্রমুখ। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
২৫ নভেম্বর, ২০২০।