নোমান হোসেন আখন্দ
চাঁদপুর জেলা পুলিশের মানবিক সহায়তা পেয়েছেন শাহরাস্তি উপজেলার ২ শতাধিক অসহায় পরিবার। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১২টায় মেহের ডিগ্রি কলেজ মাঠ চত্বরে এ মানবিক সহায়তা বিতরণ করেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
এসময় তিনি বলেন, যারা প্রকৃত অসহায়, যারা বিগত সময়ে কোন ত্রান সহায়তা পাননি, চেষ্টা করেছি তাদের খুঁজে বের করে এ সহায়তায় অন্তর্ভুক্ত করতে। করোনা দুর্যোগে জেলা পুলিশ জনগণের পাশে আছে, সবসময় থাকবে। শুধু শাহরাস্তি উপজেলায় নয়, আমাদের লক্ষ্য থাকবে চাঁদপুরের ৮ উপজেলায় ৮/১০ হাজার জনগোষ্ঠীর মাঝে জেলা পুলিশের এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী।
সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন শাহরাস্তি মডেল থানার ওসি আবদুল মান্নান, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোরশেদুল আলম ভূঁইয়া প্রমুখ।
২৯ জুলাই, ২০২১।