শাহরাস্তিতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কামরুজ্জামান মিন্টু

 

নোমান হোসেন আখন্দ
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতিক পেলেই শাহরাস্তি উপজেলা পরিষদের উপ- নির্বাচনে অংশ নিবেন, মনোনয়ন না পেলে যিনি নৌকা প্রতিক পাবেন তার পক্ষে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু।
গত ৮ সেপ্টেম্বর দপুর দেড়টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবুল কাশেমের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ কালে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা গুলো বলেন।
তিনি বলেন, মনোনয়ন জমাদানের শেষদিনের ২/১ দিন আগে, দলীয় মনোনয়ন সিদ্ধান্ত জানানো হয়। তখন হাতে ১ দিন সময় পাওয়া যায়, মনোনয়ন ফরমে অনেক জটিলতা থাকে, তাই একটু আগেই সংগ্রহ করলাম। তিনি আরো বলেন, নৌকা প্রতিক পেলেই নির্বাচন করবো, নচেৎ নয়। যিনি নৌকা প্রতিক পাবেন তার জন্য কাজ করে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবো, ইনশাআল্লাহ্।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, সদস্য জিয়াউল কবির দুলাল, সাবেক ছাত্রনেতা এফ কাদের বাবু ও ইস্কান্দার মির্জা সুমন প্রমুখ।
১১ সেপ্টেম্বর, ২০২১।