নোমান হোসেন আখন্দ /রাফিউ হাসান হামজা
শাহরাস্তির বেরনাইয়া বাজারে মরা গরুর গোস্ত বিক্রির ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে এবং ১০ হাজার টাকা জরিমানা করে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
রোববার (৯ মার্চ) সকালে স্থানীয় গ্রাম পুলিশ, মেম্বার, মহিলা মেম্বার এবং বাজার কমিটির নেতৃবৃন্দ মরা গরুর গোস্ত বিক্রির বিষয়টি প্রথমে শনাক্ত করেন। বিষয়টি জানাজানি হলে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রশাসনকে জানানো হলে দ্রুত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে গোস্ত বিক্রেতা মো. হেলাল উদ্দিন (২৮) কে হাতেনাতে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করে। পরে উদ্ধারকৃত মরা গরুর গোস্ত মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, বাজার কমিটির সহ-সভাপতি মো. সেলিম মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ হোসেন ও শাহরাস্তি থানা পুলিশের এসআই আনোয়ার হোসেন।
এ ঘটনায় জনসাধারণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাজারের ক্রেতারা এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ তারা জানেন না আগে এমন মাংস তারা খেয়েছেন কি না! বিশেষজ্ঞরা বলছেন, মরা গরুর মাংস মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি খেলে ফুড পয়জনিং, সংক্রমণ এমনকি দীর্ঘমেয়াদি রোগ হতে পারে। প্রশাসন জানিয়েছে, বাজারে নিয়মিত অভিযান চলবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
১০ মার্চ, ২০২৫।