বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি
মোহাম্মদ হাবীব উল্যাহ্
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ পৌরসভা আয়োজিত ১০ দিনব্যাপী চলমান কর্মসূচির পঞ্চম দিনে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন। রোববার (২১ মার্চ) বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় পৌর ১, ২ ও ৩নং ওয়ার্ড এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ড (যমুনা ও ডাকাতিয়া দল) অংশগ্রহণ করে। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ডাকাতিয়া দল ২-০ গোলে বিজয় অর্জন করে। আজ (সোমবার) ৪, ৫ ও ৬নং ওয়ার্ড এবং ১০, ১১ ও ১২নং ওয়ার্ড (পদ্মা ও মেঘনা দল) খেলা অনুষ্ঠিত হবে। গতকালের (রোববার) বিজয়ী ও আজকের (সোমবার) বিজয়ী দলের অংশগ্রহণে আগামি ২৪ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৭ জানুয়ারি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের মধ্য দিয়ে ১০ দিনব্যাপী কর্মসূচির শুরু করে হাজীগঞ্জ পৌরসভা। যার ধারাবাহিকতায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ, হযরত মাদ্দাহ্ খাঁ (রহ.) জামে মসজিদ, ধেররা আবেদীয় মোজাদ্দেদীয়া জামে মসজিদ ও রান্ধুনীমূড়া মুন্সী বাড়ি জামে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক কাজী মনির হোসেনের সভাপতিত্বে এবং পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা প্রমুখ।
প্রভাষক জাহিদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তার, রোকেয়া বেগম ও মমতাজ বেগম মুক্তা, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মহিসন ফারুক বাদল, জাহিদুল আযহার আলম বেপারী, সুমন তপদার, মো. শাহআলম, কাজী কবির হোসেন, আজাদ হোসেন মজুমদার, মো. বিল্লাল হোসেন, সাদেকুজ্জামান মুন্সী ও মো. শাহআলম।
খেলা পরিচালনা করেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শরীরচর্চা শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন। খেলা ও উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় এলাকাবাসীসহ কয়েক শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।
২২ মার্চ, ২০২১।