হাজীগঞ্জে অজ্ঞাত মেয়ে শিশু উদ্ধার

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে নাম-ঠিকানা না জানা আনুমানিক দুই বছর বয়সি এক অজ্ঞাত মেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ থেকে ফোন নম্বরে ফোন পেয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
থানা সূত্রে জানা গেছে, অজ্ঞাত মেয়ে শিশুটিকে উদ্ধারের পর তার সুস্থতা নিশ্চিতকরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর শিশুটি তার নিজের নাম, পিতা-মাতার নামসহ কোন ঠিকানা বলতে না পারায় শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রবেশন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
যদি কোন ব্যক্তি শিশুটির পরিচয় জানতে পারেন, তাহলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রবেশন কর্মকর্তার সাথে এবং ০১৭৯০-১২৫৪৫৭, ০১৭০৮-৪১৪৭৬৪, ০১৮৩০-৯৪৬৯৩৮ উল্লেখিত মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ।
এ দিকে শাহাদাত হোসেন মিশু নামের একজন ব্যবসায়ী একজন সংবাদকর্মীর ফেসবুক কমেন্টেসে জানান, ৯৯৯ কল দিয়ে আমি বাচ্চাটিকে পুলিশের হাতে তুলে দেই। কিন্তু আমার প্রশ্ন হলো, বাচ্চাটি হেঁটে বড় মসজিদের সামনে আসে নাই। তাকে কেউ সাথে নিয়ে এসেছিলো। মসজিদের সিসিটিভি ফুটেজ দেখে বের করা যাবে বলে আমার মনে হয়। বাকিটা আপনারা চেষ্টা করুন।

১৭ নভেম্বর, ২০২১।