জেলার মধ্যবর্তী স্থান ও ৩ ধরনের যোগাযোগ ব্যবস্থা থাকায়
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়’ স্থাপনের দাবি জানিয়েছেন হাজীগঞ্জের রাজনীতিবিদ, শিক্ষক, ব্যবসায়ী, ছাত্র ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ। জেলার মধ্যবর্তী স্থান হাজীগঞ্জ এবং এখানে সড়কপথ, রেলপথ ও নৌ-পথের যোগাযোগ ও যাতায়াতের সহজ ব্যবস্থাপনা থাকায় উপকৃত হবে চাঁদপুরসহ আশ-পাশের জেলার মানুষ।
জানা গেছে, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যথাযথ গুরুত্ব প্রদানসহ পাঠন ও গবেষণার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণকল্পে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য গত বছরের (২০২০) ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিল পাস হয়। এর আগে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-হাইমচর আসনের সংসদ সদস্য ডা. দীপু মনির একান্ত প্রচেষ্টায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাস হয় বলে জানা যায়।
এরপর চলতি বছরের ২৫ জানুয়ারি মাসে ড. মো. নাছিম আখতারকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) নিয়োগ দেয় সরকার। পরবর্তী সময়ে মহামারি করোনাভাইরাসের কারণে এবং দীর্ঘদিন লকডাউন থাকায় বিষয়টি নিয়ে নিশ্চুপ ছিল সবাই। বর্তমানে জনজীবন স্বাভাবিক হওয়ায় হাজীগঞ্জে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবিটি জোরালো হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, চাঁদপুর জেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র হচ্ছে হাজীগঞ্জ। শিক্ষা, ধর্ম-কর্ম, ব্যবসা-বাণিজ্য এবং আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে হাজীগঞ্জ বাজার। হাজীগঞ্জ উপজেলাটি জেলার মধ্যবর্তী স্থানে হওয়ায় এবং সড়কপথ, রেলপথ ও নৌ-পথ থাকায় হাজীগঞ্জের সাথে অন্য ৭টি উপজেলার মানুষ সহজেই যাতায়াত করতে পারেন।
এর পাশাপাশি হাজীগঞ্জ উপজেলার মধ্য দিয়ে রামগঞ্জ-হাজীগঞ্জ-কচুয়া-সাচার-দাউদকান্দি আঞ্চলিক মহাসড়ক হওয়ায় পার্শ্ববর্তী জেলার লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার এবং কুমিল্লার গৌরিপুর ও দাউদকান্দি উপজেলার লোকজন এবং হাজীগঞ্জের উপর দিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কটি হওয়ায় চাঁদপুরের সব মানুষসহ কুমিল্লা জেলার পশ্চিমাঞ্চলের লোকজন হাজীগঞ্জে সহজেই যাতায়াত করতে পারবেন। তাই হাজীগঞ্জে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়’ দাবি করেন উপজেলাবাসী।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন বলেন, হাজীগঞ্জ উপজেলাটি চাঁদপুর জেলার মধ্যবর্তী স্থানে। এ উপজেলার সাথে ফরিদগঞ্জ, চাঁদপুর সদর, মতলব, কচুয়া, শাহরাস্তি উপজেলাসহ আশে-পাশে কয়েকটি জেলার যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তাই হাজীগঞ্জে এই বিশ্ববিদ্যালয়টি হওয়া উচিত।
হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহমদ খসরু বলেন, ভৌগলিক দিক থেকে হাজীগঞ্জ উপজেলা গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। এখানে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়’ স্থাপন হলে চাঁদপুর জেলাসহ লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লার শিক্ষার্থী ও অভিভাবকরা উপকৃত হবে। তাছাড়া চাঁদপুরের পশ্চিমাঞ্চলে পদ্মা-মেঘনা নদীর অবস্থান। সেখানে জনপথ নেই। তাই ভৌগলিক অবস্থান ও জনপথের কথা বিবেচনা করে হাজীগঞ্জে এই বিশ্ববিদ্যালয়টি হওয়া উচিত বলে মনে করি।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী বলেন, জেলার মধ্যমনি হলো হাজীগঞ্জ উপজেলা। এটি যদি হাজীগঞ্জে হয় তাহলে জেলার আরো ৭টি উপজেলাসহ পার্শ^বর্তী লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লা জেলার শিক্ষার্থী ও অভিভাবকরা উপকৃত হবে। তিনি বলেন, ব্যবসায়িকভাবে হাজীগঞ্জ উপজেলা চাঁদপুরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র।
হাজীগঞ্জ সরকারি মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ বলেন, শিক্ষার জন্য হাজীগঞ্জ একটি উর্বর এলাকা। যদি ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়’ হাজীগঞ্জে হয় তাহলে শিক্ষাক্ষেত্রে হাজীগঞ্জ আরো সমৃদ্ধ হবে এবং পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের লোকজন উপকৃত হবে।
হাজীগঞ্জের প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং উপজেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নু বলেন, চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র হাজীগঞ্জ। এখানে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলে চাঁদপুর জেলার সব উপজেলাসহ কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলার বেশ কয়েকটি উপজেলার মানুষ উপকৃত হবে। এসময় তিনি স্থান হিসেবে হাজীগঞ্জের হামিদিয়া জুট মিলস বর্তমানে (হাজীগঞ্জ জুট স্পিনিং মিলস) চিহ্নিত করেন।
তিনি বলেন, এই হামিদিয়া জুট মিলসকে প্রশাসনিক ভবন করে ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে চর ডাকাতিয়ার জমি অধিগ্রহণ করে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা আমাদের প্রাণের দইব। এ বিষয়ে তিনি ২০১৪ সালেও একটি প্রবন্ধ লিখেছেন বলে জানান।
হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মো. আবু তাহের বলেন, ভৌগলিক দিক থেকে জেলার মধ্যবর্তী স্থানে হাজীগঞ্জ উপজেলার অবস্থান। এখানে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়’টি হলে জেলার পাশাপাশি পার্শ্ববতী জেলা ও উপজেলার মানুষ উপকৃত হবে।
এ সময় তিনি হাজীগঞ্জে বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জোর দাবি জানিয়ে বলেন, হাজীগঞ্জে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হলে চারদিকে যেমন জনপথ রয়েছে, তেমনি সহজ যাতায়াত ব্যবস্থাও রয়েছে।
০৮ সেপ্টেম্বর, ২০২১।