মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে দোকানঘর পুড়ে পথে বসলো সুমন দাস নামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। গত রোববার (২২ আগস্ট) দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পূর্ব গন্ধর্ব্যপুর গ্রামের বড় বাড়ির সামনের দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে করে দোকানে থাকা মালামাল ও নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। তিনি ওই গ্রামের শৈলন দাসের ছেলে।
এদিকে অগ্নিকান্ডের ঘটনাটি সন্দেহজনক উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুমন দাস। তার ধারণা কোন এক দুর্বৃত্ত বা দুর্বৃত্তরা তাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশে দোকানে আগুন লাগিয়ে দেয়। এদিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, কিছুদিন আগে মুদি ও কনফেকশনারী পণ্য মালামাল নিয়ে দোকান দিয়েছিলেন সুমন দাস। এছাড়াও ভর্তি, চাকরিসহ অনলাইনে আবেদনসহ বিভিন্ন ফরম পূরণ করে থাকেন। রোববার দিবাগত রাতে দোকানঘরটি বন্ধ করে বাড়িতে যায় সে। সকালে দোকান খুলে দেখে তার দোকানটির ভেতরে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং দোকানঘরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত সুমন দাস জানান, আগুনে তার দোকানে থাকা দুইটি ডেক্সটপ কম্পিউটার, একটি ল্যাপটপ, ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) ও প্রায় তিন লাখ টাকার মুদি মালামালসহ নগদ ৪৫ হাজার টাকা পুড়ে যায়। এতে দোকানঘরসহ সব কিছু মিলে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়। এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
এদিকে আগুন লাগার বিষয়ে স্থানীয়রা একেকজন একেক কথা বলছেন। তাদের মধ্যে কেউ জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিতে পারে। আবার কেউ কেউ বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।
গন্ধর্ব্যপুর উত্তর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম মেলেটারী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা প্রশাসনকে জানিয়েছি। তিনি প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তকে সহযোগিতার আহ্বান জানান।
২৪ আগস্ট, ২০২১।