মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে সরকারি বিধি মোতাবেক সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন না করার অপরাধে আল আরাফাহ, হিলশা ও সৌদিয়া পরিবহনকে নগদ ৮ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রোববার (২৩ আগস্ট) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উল্লেখিত তিনটি পরিবহনের সংশ্লিষ্টদের এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে আল আরাফাহ, হিলশা ও সৌদিয়া পরিবহনকে নগদ ৮ হাজার ৬শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা এবং ২৬৯ ধারা আওতায় এই জরিমানা করা হয়। এসময় পরিবহনের চালক, চালকের সহকারী (হেলপার) ও কন্ট্রাক্টরসহ যাত্রী সাধারণকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা জানান, করোনাভাইরাস প্রতিরোধে এবং গণসচেতনতার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
২৫ আগস্ট, ২০২০।