আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্র্র্রিফিং
প্রেস বিজ্ঞপ্তি
আগামি বৃহস্পতিবার থেকে চারদিনব্যাপী এসএমই পণ্য মেলা চাঁদপুর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া।
এ মেলা উপলক্ষে আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এ প্রেস ব্রিফিংয়ে সকল পর্যায়ের সাংবাদিককে উপস্থিত থাকার জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
- Home
- Uncategorized
- ২৭ ফেব্রুয়ারি চাঁদপুর আউটার স্টেডিয়ামে এসএমই পণ্য মেলা
Post navigation
