চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার মাঝিসহ আটক ৯
এস এম সোহেল
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা সারাদেশে সর্বাত্মক অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) চাঁদপুর জেলায় ১৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
চাঁদপুর জেলায় বিভিন্ন উপজেলা থেকে তথ্যমতে, চাঁদপুর সদর মডেল থানা এলাকা থেকে ৯ জন, হাইমচর থানা এলাকা থেকে ২জন, হাজীগঞ্জ থানা এলাকা থেকে ২জন, কচুয়া থানা এলাকা থেকে ২জন, ফরিদগঞ্জ থানা এলাকা থেকে ২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে সড়কে নাশকতা করার অভিযোগে চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝিসহ ৯ জনকে আটক করে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
অন্য আটকরা হলো- পৌর ১৪নং ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক শেখ সালমান (৪২), সিনিয়র সহ-সভাপতি সফিকুর রহমান (৬৫), কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ প্রধানিয়া (২৭), বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সেলিম বেপারী (৩৫), সাবেক ছাত্রনেতা শফিউদ্দিন বাবলু (৩৫), পৌর ১২নং ওয়ার্ড বিএনপির ৪নং মহল্লা কমিটির সাধারণ সম্পাদক হিম্মত খান (৬৪), কলেজ ছাত্রদল নেতা অয়ন বকাউল (২৪) ও পৌর ১০নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক অয়ন তপাদার (২২)।
হাইমচর থানা পুলিশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল ও বিএনপির সমর্থক ফারুকে আটক করে। কচুয়া থানা পুলিশ আনম এহসানুল হক মিলন গ্রæপের যুবদলের প্রচার সম্পাদক খায়েম রুবেল ও বিএনপি সমর্থক শাওনকে আটক করে। হাজীগঞ্জ থানা পুলিশ যুবদল নেতা মাহবুবে এলাহীসহ আরেক জনকে আটক করে। অপরদিকে ফরিদগঞ্জ থানা পুলিশ দুই বিএনপির নেতাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শেখ মুহসীন আলম বলেন, নাশকতার চেষ্টাকালে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ শহরের বিভিন্ন স্থান থেকে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
০১ নভেম্বর, ২০২৩।