অ্যাড. শামসুল হক ও মফিজুল ইসলাম স্মরণে শোকসভা ও ফুলকোর্ট রেফারেন্স


স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য মরহুম অ্যাড. শামসুল হক বেপারী ও মরহুম অ্যাড. মফিজুল ইসলাম মজুমদার স্মরণে শোকসভা এবং ফুলকোর্ট রেফারেন্স পালন করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির আয়োজনে গতকাল বুধবার সকালে এ শোকসভার আয়োজন করা হয়। শোকসভা শেষে জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্স পালিত হয়। এ সময় মরহুমদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন।
এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা জজ) বিচারক মাহমুদুল কবির, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরোয়ার হোসেন, অতিরিক্ত চীফ জুডিসয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কায়সার মোশারফ ইউছুফসহ বিচার বিভাগের কর্মকর্তা ও আইনজীবীরা।
জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্সের আগে জেলা আইনজীবী সমিতির নিচতলায় শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. শেখ জহিরুল ইসলাম। মরহুমদের জীবন বৃত্তান্ত পড়েন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শাহাদাত হোসেন।
মরহুমদের জীবনী নিয়ে বক্তব্য রাখেন অ্যাড. কাজী হাবিবুর রহমান, অ্যাড. আমানউল্লাহ, অ্যাড. মোবারক হোসেন, অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. লতিফ শেখ, অ্যাড. আহসান হাবিব, অ্যাড. নাইমূল ইসলাম, অ্যাড. এমরান হোসেন, অ্যাড. রুহল আমিন সরকার, অ্যাড. আবদুল্লাহ হিল বাকী, অ্যাড. শেখ মো. আবু সালেহ, অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড. আ: ছাত্তার, অ্যাড. নাজমুল হুদা, মরহুম শামছুল হকের ছেলে গণমাধ্যমকর্মী আনোয়ারুল হক ও মরহুম মফিজুল ইসলামের মেয়ে ফারজান আক্তার সুইটি।