
সাজ্জাদুল ইসলাম সজিব
শামসুন্নাহার একটি নাম। যে নামটি আজ চাঁদপুর জেলার প্রতিটি শিশু থেকে বয়োবৃদ্ধ সবার কাছে পরিচিত। যার অপরিমেয় শ্রম, কর্মস্পৃহা দায়িত্বের প্রতি আনুগত্যতা সামাজিক শান্তি, শৃঙ্খলা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখছে। তার ¯েœহাভূতির পরমে শিশুরা আজ অনুপ্রানিত, কিশোররা অগ্রগামি, বয়োবৃদ্ধরা উচ্ছাসিত।
এতক্ষণ যার কথা বলছিলাম তিনি আর কেউ নন আমাদের অতি পরিচিত নাম এসপি শামসুন্নাহার। যার সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ, কর্মউদ্দীপনা সামাজিক অসঙ্গতি দূর করে সমাজের ভালো দিকগুলো প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাদকমুক্ত সমাজ গঠন, বাল্য বিয়ে প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, প্রাথমিক শিক্ষা থেকে শিশু ঝরে পড়া, যৌতুকের বিরুদ্ধে সোচ্ছার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ সামাজিক অপরাধ প্রবণতা রুখতে তিনি বেশ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। সেই সাথে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখছেন।

চাঁদপুরের এসপি শামসুন্নাহার প্রথম নারী হিসেবে বাংলাদেশ পুলিশ প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন। -ইল্শেপাড়
শামছুন্নাহার নির্যাতিত নারী ও শিশুদের জন্য পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ সেল গঠন করেছেন। সেখানে প্রতিদিনই মানুষ আইনগত সহযোগিতা ও ন্যায়বিচারের জন্য এসপি অফিসে ভিড় করছে। এ থেকেই বুঝা যায় এসপি শামছুন্নাহার জেলাবাসীর কাছে কতটা আস্থাভাজন হয়েছেন। জেলা পুলিশের প্রতিটি ইউনিটের উপর সদাসতর্কভাবে দায়িত্ব পালন করছেন।

এসপি শামসুন্নাহার প্রথম নারী হিসেবে বাংলাদেশ পুলিশ প্যারেডে নেতৃত্ব দেন। -ইল্শেপাড়
ফরিদপুরের মেয়ে শামছুন্নাহার ২০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। শামসুন্নাহার পুলিশ সদর দপ্তর, ট্যুরিস্ট পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিটে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের বিভিন্ন মিশনে অংশ নিয়ে পুলিশ বাহিনীর সুনাম বৃদ্ধি করেছেন এবং শান্তি পদক অর্জন করেছেন।
তিনি চলমান কর্মজীবনের সফলতা স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), আইজিপি ব্যাজপ্রাপ্তিসহ অনেক পদকে ভূষিত হন। তিনিই প্রথম নারী পুলিশ কর্মকর্তা যিনি জাতীয় পুলিশ প্যারেডে নেতৃত্ব দিয়েছেন। এর মাধ্যমে তিনি দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।
চাঁদপুর জেলাবাসী তার দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় জেলার আইন-শৃঙ্খলা ব্যবস্থার উত্তরণ ঘটবে। সেই সাথে প্রত্যাশা করি পুলিশ বাহিনীর গৌরবময় সাফল্যের সাথে মিশে থাকবে এসপি শামসুন্নাহারের নাম।