প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
এস এম সোহেল
আজ বুধবার (১ নভেম্বর) চাঁদপুর স্টেডিয়ামে বর্তমান সরকারের (২০২১ থেকে ২০২৩) ৩ বছরে বাস্তবায়িত ও চলমান উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-হাইমচরের সংসদ সদস্য ডা. দীপু মনি। এ উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা আওয়ামী লীগ এবং চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলের উদ্যোগে বর্ণিল উদ্বোধন ও উন্নয়ন সমাবেশ আয়োজন করা হয়েছে।
এই সমাবেশকে সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে বলে আয়োজক কমিটি হতে নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রায় ৯৩টির বেশি উন্নয়ন কাজের ফলক উন্মোচন করা হবে এ সমাবেশে। দৃশ্যমান কাজগুলো সরকারের উন্নয়নের সাফল্য। যা সমাবেশের মাধ্যমে জেলাবাসীকে জানানো হবে। পাশাপাশি সরাদেশে সরকারের ব্যাপক উন্নয়নে চিত্র তুলে ধরবেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
বিভিন্ন দপ্তরের উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে- চাঁদপুর গণপূর্ত বিভাগের ১টি, চাঁদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১৪টি, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৬৫টি, চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২টি, চাঁদপুর বিএডিসি (ক্ষুদ্র সেচ) জোনের ১টি, চাঁদপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের ১০টি।
গত ৩ বছরের চাঁদপুর ও হাইমচরে সরকারের দৃশ্যমান কাজগুলো হলো- লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় ৪ তলা ভিত বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার উদ্বোধন, চাঁদপুর পৌর শহীদ জাভেদ উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার উদ্বোধন, পুরাণ বাজার বালিকা উচ্চ বিদ্যালয় ৩তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উদ্বোধন, বালিয়া কাজির বাজার দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের উদ্বোধন, দক্ষিণ দাসদী বোরহানুল উলুম আলিম মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩ তলা একাডেমিক ভবনে উদ্বোধন, ইশায়াতিল উলুম মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনে উদ্বোধন, মনিহার জি এম বালিকা উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনে উদ্বোধন, ফরক্কাবাদ ডিগ্রি কলেজ ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনে উদ্বোধন, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উদ্বোধন, লক্ষীপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, মনিহার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন, বাগাদী আহম্মদিয়া ফাজিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার উদ্বোধন, বহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় ও কলেজ ৩তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উদ্বোধন, পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন, ওছমানিয়া ফাজিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উদ্বোধন, কেতুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, ছোটসুন্দর এ, আলী উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার উদ্বোধন, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন, সাপদী আবেদিয়া জলিলিয়া মহিলা দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, দক্ষিণ দাসদী বোরহানুল উলুম আলিম মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন, মধ্য তরপুরচন্ডী আলী দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, নানুপুর উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন, ডি এন উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার উদ্বোধন, তরপুরচন্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, ফরক্কাবাদ আলিম মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, মান্দারী আলিম মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, গাজীপুর (হরিপুর) নেছারিয়া ফাজিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ৩তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উদ্বোধন, পীর মহসিন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার উদ্বোধন, দক্ষিণ মদনা দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩য় তলা একাডেমিক ভবনের উদ্বোধন, শাহ্তলী কামিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন, ডাসাদী উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, হোসাইনপুর আলিম মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, রামপুর আদর্শ আলিম মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, চান্দ্রাবাজার ফাজিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, উত্তর শাহ্তলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, দাসাদী ডিএসআইএস কামিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, পশ্চিম সকদী আলিম মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, কামরাঙ্গা ফাজিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, হাইমচর আল আমিন আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উদ্বোধন, হাইমচর গাউসুল আজম সবরিয়া দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট দ্বিতল একাডেমিক ভবনের উদ্বোধন, হাইমচর কমলাপুর দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, হাইমচর গন্ডামারা আবু বক্কর সিদ্দিক ফাজিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উদ্বোধন, সকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন, গুলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন, হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬তলা ভিত বিশিষ্ট ৬তলা একাডেমিক ভবনের উদ্বোধন, হাইমচর চরভৈরবি উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উদ্বোধন, উত্তর পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন, হাইমচর চরভৈরবী আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসা ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, উত্তর পশ্চিম মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন, দক্ষিণ আশিকাটি শহীদ মোহাম্মদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন, হাইমচর জামিলিয়া মহিলা দাখিল মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমিক ভবনের উদ্বোধন, হাইমচর কে. ভি.এন উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন, হাইমচর গন্ডামারা উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ১লা একাডেনিক ভবরে ২য়, ৩য় ও ৪র্থ তলার উদ্বোধন, চাঁদপুর সরকারি কলেজের গ্রন্থাগার কক্ষের আধুনিকায়ন এবং সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন, হাইমচর উপজেলাধান জনতা বাজার ২য় তলা ভবন (৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট) গ্রামীণ বাজারের মার্কেট ভবনের উদ্বোধন করবেন।
এছাড়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি চাঁদপুর জেলা মডেল মসজিদ ৪ তলা ভিত বিশিষ্ট ‘এ’ পাইপ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন, চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের ১০তলা ভিত বিশিষ্ট ১০তলা একাডেমিক কাম মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০তলা ভিত বিশিষ্ট ৮তলা মাল্টিপারপাস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, চাঁদপুর সরকারি কলেজ ৬তলা ভিত বিশিষ্ট ৬তলা একাডেমিক কাম মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ৬তলা ভিত বিশিষ্ট ৬তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ৬তলা ভিত বিশষ্ট ৬তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, চাঁদপুর জেলার সদর উপজেলাধীন রাজারহাট বাজার-সোলেমান কন্ট্রাকটর বাড়ি নতুন সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন, চাঁদপুর জেলার সদর উপজেলাধীন হেডকোয়ার্টার-লালপুর জিসি (ইব্রাহিম বি.টি) সড়ক মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এছাড়া চাঁদপুর সরকারি কলেজের রাজু তোরণ এবং সীমানা প্রাচীরের উদ্বোধন, চাঁদপুর সরকারি কলেজের পুকুর পাড়ের গাইড ওয়াল এবং অভ্যন্তরীণ রাস্তার উদ্বোধন, চাঁদপুর সদরে রুরাল পাইপ ওয়াটার স্কিম ভিত্তিপ্রস্তর স্থাপন, চাঁদপুর বিএডিসি (ক্ষুদ্রসেচ) জোনের ৩ তলা বিশিষ্ট অফিস ভবন কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন, চাঁদপুর জেলার সদর উপজেলাধীন ঢালীরঘাট-উত্তর ইচলী নতুন সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, চাঁদপুর জেলার সদর উপজেলাধীন বিমলেরগাঁও আবদুল খায়ের মাষ্টার বাড়ি নতুন সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, কল্যাণপুর ইউনিয়নের পাঠান বাড়ির সামনে খালের উপর দৈর্ঘ্য-১২মি: সেতু নির্মাণ উদ্বোধন, বাংলা বাজার কেয়ারের রাস্তা থেকে আলী আহম্মদ কবিরাজের বাড়ি হয়ে আব্দুল সমান কবিরাজের বাড়ির ব্রীজের গোড়া পর্যন্ত ও কল্যাণপুর ১নং ওয়ার্ড আমানউল্লাপুর ইঞ্জিনিয়ার আইয়ুব খানের বাড়ি থেকে মিজান খানের বাড়ি জামে মসজিদ রোড পর্যন্ত এইচবিবি বরণ ১০০০ মিটার উদ্বোধন, চাঁদপুর জেলার সদর উপজেলাধীন আশিকাটি ইউনিয়ন পরিষদ-ঘোষ বাড়ি সড়ক উন্নয়ন নতুন কাজের উদ্বোধন, কল্যাণপুর ইউনিয়নের পশ্চিম কল্যান্দী গ্রামের মসজিদের সামনে খালের উপর ১২ মিটার সেতু নির্মাণ উদ্বোধন, হাইমচর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস ভবনের উদ্বোধন, সাকুয়া ইউপি থেকে হানারচর ইউপি রোড পর্যন্ত ২৮ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন, শাহমাহমুদপুর ইউনিয়নে মান্দারী সি এন্ড বি রাস্তা থেকে বাচ্চু মিজির বাড়ির অভিমুখে খালের উপর ১২ মিটার সেতু নির্মাণ কাজের উদ্বোধন, ছোট সুন্দর বাজার পূর্ব পাশের সেতু থেকে জমজমিয়া গুদির খাল খনন উন্নয়ন কাজের উদ্বোধন, মৈশাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শেখেরহাট বাজারের পূর্ব পার্শ্বের খালের উপর ১৫ মিটার সেতু নির্মাণ কাজের উদ্বোধন, বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা ইচলী রাস্তায় গাজী বাড়ির সামনে খালের উপর ১২ মিটার সেতু নির্মাণ উদ্বোধন, পূর্ব হোসেনপুর দেলু সর্দার বাড়ি থেকে রালদিয়া কালিভাংতি ব্রিজ পর্যন্ত খালের উন্নয়ন কাজের উদ্বোধন, বালিয়া ইউনিয়নের ইচলী ছাত্তার পাটওয়ারী বাড়ির সামনে খালের উপর ১২ মিটার সেতু নির্মাণ উদ্বোধন, তালুকদার বাড়ি খাল থেকে পাইকাস্তা লালু মেম্বার বাড়ি হয়ে রালদিয়া ছৈয়াল বাড়ি সেতু পর্যন্ত খালের উন্নয়ন উদ্বোধন, চান্দ্রা ইউনিয়নের মদনা-গুলিশা আনোয়ার হোসেন পাটওয়ারী বাড়ির সামনে খালের উপর ১২ মিটারের সেতু নির্মাণ উদ্বোধন, বিষ্ণুপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ড কাজী বাড়ি জামে মসজিদ/খালেক মিজির বাড়ির সামনে খালের উপর ১৪ মিটার সেতু নির্মাণ উদ্বোধন, চান্দ্রা ইউনিয়নের পশ্চিম বাখরপুর আঃ রব খাঁর বাড়ির উত্তর পাশে ফয়েজ খালের উপর ১২ মিটার সেতু নির্মাণ উদ্বোধন করবেন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারবাহিকতা দেখে দেশকে পিছনের দিকে নিয়ে যেতে ফের বিএনপি-জামায়াত দেশব্যাপী নৈরাজ্য শুরু করেছে। দেশের মানুষ শান্তিপ্রিয় ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। কোন শক্তিই তা বাধাগ্রস্ত করতে পারবে না বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।
এদিকে প্রধান অতিথি ডা. দীপু মনি এমপি ২০০৮ সাল থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে চাঁদপুর-হাইমচর উপজেলায় যে উন্নয়নে কর্মকাÐ বাস্তবায়ন করছেন তা তুলে ধরবেন। বিশেষ করে চাঁদপুর-হাইমচরের নদী ভাঙনরোধসহ যোগাযোগ ব্যবস্থায় যে অমূল পরির্বতন আনতে সক্ষম হয়েছেন তা জেলাবসীর কাছে তুলে ধরা হবে এই সমাবেশের মাধ্যমে।
পাশাপাশি সরকারের ধারবাহিতা অব্যাহত রাখতে এবং আগামির স্মার্ট বাংলাদেশ গড়তে পুনরায় নৌকা মাকায় ভোট চাইবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। যা মাঠ পর্যায় এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত করবে বলে আশাবাদ করছেন আয়োজকরা।
০১ নভেম্বর, ২০২৩।