স্টাফ রিপোর্টার
‘এসো মিলি মুক্তির মোহনায়’ এ স্লোগানে আজ মাসব্যাপী ঐতিহাসিক মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন হতে যাচ্ছে। আজ সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী এবং মুক্তিযুদ্ধের বিজয় মেলার প্রধান উপদেষ্টা ডা. দীপু মনি এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান কবির বীর প্রতীক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল। অনুষ্ঠান পরিচালনা করবেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ।
উল্লেখ্য, মাসব্যাপী ঐতিহাসিক মুক্তিযুদ্ধের বিজয় মেলা দেড় শতাধিক স্টল স্থান পাবে। যেখানে দেশি-বিদেশি বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরা হবে। এছাড়া মেলা আগতদের জন্য বিনোদনের ব্যবস্থা থাকবে। মা ও শিশুদের জন্য বিশেষ রয়েছে ফিডিং রুম। জনসাধারণের সুরক্ষায় পুলিশ বাহিনীসহ বিশেষ টিম উপস্থিত থাকবে এবং অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে থাকবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যন্ত্রাংশ রাখার ব্যবস্থা রয়েছে।
০৫ ডিসেম্বর, ২০২২।