স্টাফ রিপোর্টার
চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের স্কাউট দল জাম্বুরীতে যোগদানের জন্য আজ বৃহস্পতিবার গাজীপুর জেলার মৌচাকে যাচ্ছে। ৯ সদস্যের স্কাউটদের সাথে ইউনিট লিডার মো. সফিউল আলম ও মো. মনির হোসেনও থাকছেন।
জাম্বুরীতে যোগদান উপলক্ষে বুধবার (১৮ জানুয়ারি) স্কাউট সদস্যরা একাডেমীর অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের সাথে দেখা করেন। এসময় অধ্যক্ষ বলেন, স্কাউট সদস্যরা স্কুল জীবন থেকেই শৃঙ্খলা শিখে থাকে, যা পরবর্তীতে ব্যাক্তিগত জীবনেও কাজে লাগে। তিনি জাম্বুরীতে যোগ দেয়া স্কাউট সদস্যদের প্রতি প্রতিষ্ঠানের জন্য সুনাম অর্জন, ব্যক্তিগত সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেন।
জাম্বুরীতে যোগদানের জন্য ৯ সদস্যের স্কাউট দলে রয়েছেন : মো. রিদওয়ান রিজভী, মো. তাওহিদুল ইসলাম, মো. সায়েমুর রহমান, মো. মুরাদ আব্দুল্লাহ, মো. মুজাহিদুল ইসলাম, মো. নাইমুল আক্তার, মো. সাইমুন আলম, মো. সাইফুল্লাহ মানসুর ও মো. আরাফাত ইসলাম।
১৯ জানুয়ারি, ২০২৩।