এখনো জমেনি চাঁদপুরের ঈদের বাজার
সজীব খান
রমজান চলে যাচ্ছে। পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসছে। ঈদকে সামনে রেখে যার যার সামর্থ অনুযায়ী ব্যবসায় পুঁজি খাটিয়ে দোকান সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। কিন্তু এখনো জমে ওঠেনি চাঁদপুরের শপিং মলগুলো। হতাশা নিয়ে ক্রেতার অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা। রমজানের শেষ ১২ দিনে হয়তো বেচাকেনা বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা।
শনিবার (২৩ মার্চ) চাঁদপুরের শপিংমল ঘুরে দেখা গেছে, ক্রেতাদের আশানুরুপ তেমন ভিড় নেই। গত বছরের তুলনায় এ বছর ক্রেতা উপস্থিতি ও বেচাকেনা অনেকটা ঢিলেঢালা। ঈদ ও পহেলা বৈশাখ সামনে রেখে ব্যবসায়ীরা আগে থেকেই নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বাড়তি চাপ সামাল দেয়ার প্রস্তুতি নিয়ে অতিরিক্ত কর্মী নিয়োগ দিয়ে রেখেছেন। কিন্তু আশানুরুপ কেনাকাটা না থাকায় হতাশ ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, ঈদ উপলক্ষে প্রতিবছরই বাজারে নতুন ডিজাইনের পোশাক আসে এবং এসময় বেচাবিক্রিও অনেক বেশি হয়। সেই আশায় বেশি পুঁজি খাটিয়ে চাহিদা অনুমান করে আমরা মালামাল ক্রয় করি। হঠাৎ জামা-কাপড়, জুতাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে এ বছর ক্রেতা খুবই কম। কিছু ক্রেতা আসলেও তারা দাম শুনে পণ্য না কিনে চলে যাচ্ছেন। বেশি দাম দিয়ে পণ্য কেনার কারণে আমরাও কম দামে ছাড়তে পারছি না। তবে শেষ ১০ রমজানে বেচা-বিক্রি বাড়বে বলে আশাবাদী আমরা।
চাঁদপুর হকার্স মার্কেটের কাপড় ব্যবসায়ী হান্নান খান মিলন বলেন, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এ বছর ক্রেতাদের তেমন ভিড় দেখা যাচ্ছে না। ঈদে ক্রেতাদের উপচেপড়া ভিড় থাকবে বলে বিভিন্ন ক্যাটাগরীর মালামাল ক্রয় করে রেখেছি। গত বছরের তুলনায় পোশাকের দাম বেড়েছে অনেক বেশি। গত বছর ৪ হাজার টাকার উপরে থ্রি-পিস ছিলো না বললেই চলে। সেই একই থ্রি-পিস এ বছর দাম বেড়ে দাঁড়িয়েছে ৬ থেকে ৭ হাজার টাকায়। আমাদের কিছু পরিচিত কাস্টমার আছে যারা প্রতি বছর আমাদের এখান থেকে ক্রয় করে তাদেরও এখনো মার্কেটে আসতে দেখিনি। তবে এখনো কয়েকটা দিন সামনে আছে, শেষের কয়েকটা দিন বেচা-কেনা জমে উঠে বলে আমরা আশাবাদী।
মীর শপিং কমপ্লেক্সের এক কাপড় ব্যবসায়ী বলেন, বর্তমানে বাজারে সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। যার কারণে পোশাক খাতে এর একটা বড় প্রভাব পড়েছে। শাড়ি, থ্রি-পিস, ছিট কাপড় সব কিছুরই দাম বেড়েছে এ বছর। গত বছরের তুলনায় এ বছর বিক্রি কম হচ্ছে ঠিকই কিন্তু একেবারে যে বিক্রি হচ্ছে না তা না। ভারতীয় পোশাকের চাহিদা এ বছর বেশি।
২৪ মার্চ, ২০২৪।