ইকরাম চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা, সাংবাদিক নেতা মরহুম ইকরাম চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) বাদ আছর চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাও. মোশারফ হোসেন।
দোয়া ও মিলাদের আগে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের উপস্থাপনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও সাবেক সভাপতি কাজী শাহাদাত।
এসময় দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সহ-সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহাবুবুর রহমান সুমন, মরহুমের বড় ভাই সিনিয়র সাংবাদিক মুনীর চৌধুরী, শওকত আলী, একে আজাদ, তালহা জুবায়ের, শরীফ মো. আশরাফুল হক, নজরুল ইসলাম আতিক, রানা সরকারসহ সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।

০৯ আগস্ট, ২০২২।