ইঞ্জি. মমিনকে কেন্দ্রিয় বিএনপির শোকজ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে সহায়তা না করে বরং তা বানচাল করায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মমিনুল হককে ব্যাখ্যা তলব (শোকজ) করা হয়েছে। গত ২ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ ব্যাখ্যা তলব নোটিশের মাধ্যমে এ তথ্য জানা যায়।
নোটিশে আরো উল্লেখ করা হয়, আপনি চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে সহযোগিতা না করে বরং তা বানচালের লক্ষ্যে একই তারিখে (২ এপ্রিল) চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার জেলা বিএনপির নামে পাল্টা কাউন্সিল অনুষ্ঠান করেছেন। আপনি দলীয় সিদ্ধান্তের বাইরে গত ৩০ মার্চ-২০২২ তারিখে সংবাদ সম্মেলন করে প্রকাশ্য চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।
উল্লেখিত ঘটনাগুলো গুরুতর অসদাচরণের সম্পূর্ণভাবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী। সুতরাং এ ধরনের কার্যকলাপের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করা হবে না। তার যথাযথ ব্যাখ্যা দিয়ে একটি লিখিত প্রতিবেদন দলের নয়াপল্টনস্থ কেন্দ্রিয় কার্যালয়ে আগামি ৩ দিনের মধ্যে জমা প্রদান করার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।
তবে এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মমিনুল হকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

০৪ এপ্রিল, ২০২২।